ফাইল ছবি
অনলাইন ডেস্ক : টঙ্গী ফ্লাইওভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিদ্দিকুর রহমান (৫৭) নামে একজন নিহত হয়েছেন।
আজ সকাল সাড়ে ৭টার দিকে টঙ্গীর বাটাগেট এলাকার ফ্লাইওভারের সিঁড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, কর্মস্থলে যাওয়ার সময় ফ্লাইওভারের সিঁড়িতে ছিনতাইয়ের শিকার হন সিদ্দিকুর রহমান। এ সময় ছিনতাইকারীরা ধারালো ছুরি দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন তিনি। আশপাশে থাকা কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেননি। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির শরীরে একাধিক রক্তাক্ত আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মো. আতিকুর রহমান জানান, নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।







