নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর-০২ আসনের অন্তর্ভুক্ত মেহেরপাড়া ইউনিয়নের শেখেরচর বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত জামায়াতের নির্বাচনী সভায় বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে । বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে অনুষ্ঠিত সভা শেষে সন্ধ্যা ৬টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
এ দিকে হামলার প্রতিবাদে রাত ৯.০০ টার দিকে পলাশ উপজেলাসহ বিভিন্ন স্থানে জামায়াতে শত-শত নেতাকর্মী প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেছে দলটি ।
দাড়িপাল্লা প্রতীকের এমপি প্রার্থী মাওলানা আমজাদ হোসাইন জানান, শুরু থেকেই বিএনপির কিছু নেতাকর্মী সভায় বাধা সৃষ্টি করছিলেন। এমনকি তার বক্তব্য চলাকালীন স্টেজের পেছনে গিয়ে গালিগালাজও করেন তারা। স্থানীয় লোকজনের হস্তক্ষেপে তারা সেখান থেকে সরে গেলেও সভা শেষে ফের দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।
এ ঘটনায় জড়িতদের মধ্যে রয়েছেন মেহেরপাড়া ইউনিয়ন তাতীদলের সভাপতি বখতিয়ার হোসেন, যুবদল নেতা ইফতিখার আলম, শাহরিয়ার, সিয়ামসহ অন্তত ৪০ জন।
যারা এভাবে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে তাদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন জেলা জামায়াতের সেক্রেটারি ও দাড়িপাল্লার প্রার্থী মাওলানা আমজাদ হোসাইন।







