সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : রাজধানীর চকবাজারে আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
সোমবার (১ ডিসেম্বর) বিকেল ৪টা ৪২ মিনিটে রহমতগঞ্জ ডালপট্টি এলাকায় একটি আবাসিক ভবনে আগুনের খবর পাওয়া যায়। সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনের বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, একটি তিনতলা আবাসিক ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছে। লালবাগ, পলাশী ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের সাতটি ইউনিট আগুন নির্বাপণে কাজ করছে। সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট যোগ দেয়। পরে আগুনের ভয়াবহতায় আরও ইউনিট যুক্ত হয়।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ বিষয়ে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।







