লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি : জামালপুর-২ (ইসলামপুর) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ড. ছামিউল হক ফারুকীর নেতৃত্বে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকালে উপজেলার অডিটোরিয়াম মিলনায়তন থেকে মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রক্ষিণ করে। ঐতিহ্যবাহী বটতলার চত্বরে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী ইসলামপুর উপজেলা শাখার আমীর মুহাম্মদ রাশেদুজ্জামান। এতে বক্তব্য রাখেন এমপি প্রার্থী ও জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. ছামিউল হক ফারুকী।
তিনি ইসলামপুরবাসীর উদ্দেশ করে বলেন, ‘৫৪ বছর আপনারা বিভিন্ন দলের শাসন দেখেছেন। কোনো দলই এ দেশে ন্যায্য, ইনসাফ ও সুশাসন প্রতিষ্ঠা করতে পারেনি। আল্লাহর আইন, ন্যায্য-ইনসাফ ও সুশাসন প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন।’ অনুষ্ঠিত গণমিছিল ও পথসভায় দলের হাজার নেতাকর্মী অংশ নেন।







