সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : খ্রিস্টীয় নতুন বছরের আগমনে দুবাই এবার ব্যতিক্রমী আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। প্রথমবারের মতো নিউ ইয়ার্স ইভ উদযাপন হবে টানা আট দিন ধরে। আর এ আয়োজনকে আরও ঝলমলে করতে বলিউডের কিং শাহরুখ খানের বিশেষ নির্দেশনায় সাজানো হচ্ছে বুর্জ পার্কের প্রধান অনুষ্ঠান।
নতুন বছরের উদযাপনকে কেন্দ্র করে ডাউনটাউন দুবাই সাজছে ভিজ্যুয়াল স্টেজ হিসেবে। আয়োজক এমার জানায়, এবার ৩১ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত চলবে সপ্তাহব্যাপী উৎসব। যেখানে থাকছে লাইভ পারফরম্যান্স, আতশবাজি, লাইট শো ও গ্র্যান্ড প্যারেড।
বুর্জ পার্কে নতুন আকর্ষণ হিসেবে বলিউড স্টাইলের বিশেষ পারফরম্যান্সও থাকছে। শাহরুখ খানের রেড চিলিজ এন্টারটেইনমেন্টের গ্রুপ কোম্পানিই এই বিশেষ আয়োজনের নেতৃত্ব দেবে।
এমারের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলাব্বার বলেন, নতুন বছরের এই রাতে দুবাই রূপ নেবে বিস্ময়ের শহরে। এ আয়োজন বিশ্বকে তাক লাগিয়ে দেবে, আর প্রত্যেক মুহূর্তে থাকবে অনুপ্রেরণা ও সৃষ্টিশীলতার ছাপ। সূত্র: খালিজ টাইমস







