বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ডালিয়া পারভীন, খাদ্য কর্মকর্তা ডালিম উদ্দিন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মলয় কুমার কুন্ড, হিসাবরক্ষণ কর্মকর্তা সারোয়ার হোসেন, শিক্ষা কর্মকর্তা হেলাল উদ্দিন এবং বিভিন্ন দপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উৎসবে মোট ৮টি স্টলে অর্ধশতাধিক প্রকার বাহারি ও সুস্বাদু পিঠা প্রদর্শন করা হয়। দর্শনার্থীদের নজর কেড়েছে বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন পিঠার মধ্যে চট্টগ্রামের বিশেষ চৈ পিঠা, নকশী পিঠা, চিতই পিঠা, পাটিসাপটা, দুধ সুন্দরী, পাশাপাশি আকর্ষণীয় নামের ‘মেয়ে পটানো’ ও ‘অতীত ভুলানো’ পিঠা।
উৎসবজুড়ে ছিল আনন্দঘন পরিবেশ ও ঐতিহ্যবাহী স্বাদের ছোঁয়া।







