সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে যৌথভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। যেখানে অংশ নেবে ২০টি দল। গ্রুপ পর্বে বাংলাদেশকে খেলতে হতে পারে ইতালির বিপক্ষে। প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছে ইতালি।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত সূচি প্রকাশ না করা হলেও গ্রুপিং কেমন হতে পারে সেটারই একটা ধারণা পাওয়া গেছে। ক্রিকবাজ সম্প্রতি ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্য গ্রুপিং নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী- সবচেয়ে কঠিন গ্রুপে পড়তে যাচ্ছে বাংলাদেশ। টাইগারদের সঙ্গে একই গ্রুপে রয়েছে সাবেক দুই চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। সেই সঙ্গে আছে নেপাল এবং প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পাওয়া ইতালি।
প্রতিবেদন অনুযায়ী- চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান পড়েছে একই গ্রুপে। ভারতের গ্রুপে আরও থাকতে পারে নেদারল্যান্ডস, নামিবিয়া এবং যুক্তরাষ্ট্র। শিরোপাধারী ভারতকে তুলনামূলক সহজ গ্রুপে মনে করা হলেও পাকিস্তান ম্যাচকে ঘিরে চাপ থাকবে চরম।
সহ-আয়োজক হয়েও শ্রীলঙ্কা পড়ে গেছে সবচেয়ে জটিল গ্রুপগুলোর একটিতে। তাদের গ্রুপে আছে তিনটি টেস্ট খেলুড়ে দল- অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে এবং আয়ারল্যান্ড ও সঙ্গে ওমান। অন্যদিকে বর্তমান রানার্স-আপ দক্ষিণ আফ্রিকা পড়েছে নিউজিল্যান্ড, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও কানাডার সঙ্গে। নিউজিল্যান্ড-আফগানিস্তান দুটোই বিশ্বমানের টি-টোয়েন্টি দল হওয়ায় এই গ্রুপেও লড়াই হবে সমানতালে।
এবারের বিশ্বকাপে মোট ২০টি দল পাঁচটি গ্রুপে ভাগ হবে। প্রত্যেক গ্রুপে থাকবে চারটি করে দল। লিগ পর্বের পর দুইটি দল যাবে সুপার এইটে। সুপার এইটে আবার দুই গ্রুপে ভাগ হবে চারটি করে দল। আগেই জানা গেছে, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ চলবে ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ।







