সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : ভূমিকম্পে দেশের বিভিন্ন জায়গায় ঘরবাড়ি ধস ও প্রাণহানী ও ক্ষয়ক্ষতিতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে তিনি এ ,শোক প্রকাশ করেন। ফেসবুক পোস্টে মির্জা ফখরুল বলেন, ‘প্রিয় দেশবাসী, কিছুক্ষণ আগেই একটি তীব্র ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে আমরা গভীরভাবে মর্মাহত। নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আমাদের হেফাজত করুন। আশা করছি আপনারা সাবধানে আছেন, ভালো আছেন। নিরাপদে থাকুন, ভূমিকম্পের সময় সতর্কতার সাথে নিরাপদ আশ্রয়ে যান।’
ভূমিকম্পে যে সব বিষয়ে সতর্কতা অবলম্বন করা দরকার উল্লেখ করে তিনি বলেন, ‘ভূমিকম্পের সময় ঘরের ভিতরে থাকলে-
* ঝুঁকে পড়ুন (Drop), ঢেকে রাখুন (Cover), ধরে থাকুন (Hold On)একটি মজবুত টেবিল/ডেস্কের নিচে আশ্রয় নিন।
* জানালা, কাঁচ, দরজা, ভারী আলমারি, ফ্রিজ—এসব থেকে দূরে থাকুন।
* লিফট ব্যবহার করবেন না।
* গ্যাস ও আগুন থেকে দূরে থাকুন।
ঘরের বাইরে থাকলে-
* বিল্ডিং, গাছ, বিদ্যুতের তার, সাইনবোর্ড থেকে দূরে যান।
* খোলা জায়গায় দাঁড়িয়ে মাথা নিচু করে রাখুন।
গাড়িতে থাকলে-
* গাড়ি থামিয়ে রাস্তার পাশে দাঁড়ান, কিন্তু ব্রিজ, ওভারপাস, বিল্ডিং বা গাছের নিচে নয়।
* গাড়ির ভিতরেই থাকুন যতক্ষণ না কম্পন থামে।
কম্পন থামার পর কী করবেন-
* গ্যাস লাইন, ইলেকট্রিক লাইন, পানির লাইন চেক করুন।
* নিরাপদ পথ দিয়ে ভবন থেকে বের হন, যদি স্ট্রাকচার ড্যামেজ মনে হয়।
* লিফট এড়িয়ে সিঁড়ি ব্যবহার করুন।
* পরিবারের সবাইকে জড়ো করুন এবং আঘাত আছে কিনা দেখুন।
* আফটারশকের জন্য প্রস্তুত থাকুন।’







