সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে। এই ভূমিকম্পের পর দেশের মানুষ নিরাপদ রয়েছেন, তা ভাবা উচিত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার (২১ নভেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি।
ডা. জাহিদ বলেন, ‘কিছুক্ষণ আগে ভূমিকম্প হয়েছে এবং ভূমিকম্প যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সুস্থতা কামনা করি।’
ভূমিকম্প নিয়ে প্রস্তুতি প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, ‘আজকের ভূমিকম্প হওয়ার পর ভাবার কোনো কারণ নেই, আমরা অনেক নিরাপদ আছি। তাই রাষ্ট্রীয় ভাবে জরুরি পদক্ষেপ নিতে।’
এর আগে সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদীতে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭। মাঝারি এই ভূমিকম্প কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।
গোপালগঞ্জ, নড়াইল, নারায়ণগঞ্জ, রংপুর, সাতক্ষীরায়, নরসিংদী, যশোর, জামালপুর, দিনাজপুর, ঝালকাঠি, কুমিল্লা, রাজশাহী, কুড়িগ্রাম, বাগেরহাট, মাদারীপুর, শেরপুর, সিলেট, ফেনী, খুলনার সময় সংবাদরে প্রতিনিধিরাও ভূমিকম্পের তথ্য জানান।
ভূমিকম্পে রাজধানীর বিভিন্ন স্থানে ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। অনেক ভবনে ফাটলও দেখা দিয়েছে। রাজধানীর বংশালে কশাইতলীতে ৫ তলা ভবনের রেলিং ভেঙে পড়ে অন্তত তিনজন পথচারী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি টিনসেড বাড়ির দেয়াল ধসে ফাতেমা নামে এক বছর বয়সি শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির মা কুলসুম বেগম এবং প্রতিবেশী জেসমিন বেগম আহত হয়েছেন।
আর ভূমিকম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীসহ রাজধানীর বিভিন্ন এলাকায় আহত কমপক্ষে ১৮ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে এক রিকশাচালকের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
অন্যদিকে পার্শ্ববর্তী দেশ ভারতেও এই ভূমিকম্প অনুভূত হয়। এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়।







