বিসিবির চুক্তিতে কারা আসছেন, কারা বাদ পড়ছেন: নতুন যা আছে

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : ২০২৬ সালের জন্য জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তির তালিকা চূড়ান্ত করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি। তবে বোর্ড সূত্রে জানা গেছে, আসন্ন বছরে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত বছর যেখানে ২২ জন ক্রিকেটার কেন্দ্রীয় চুক্তির আওতায় ছিলেন, এবার সেই সংখ্যা বাড়িয়ে করা হচ্ছে ২৭ জন। বিসিবি সূত্র জানিয়েছে, নতুন কেন্দ্রীয় চুক্তি কার্যকর হবে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এবং তা চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

বাড়তি ক্রিকেটার অন্তর্ভুক্ত হওয়ায় কয়েকজন খেলোয়াড় প্রথমবারের মতো বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেতে যাচ্ছেন। সম্ভাব্য নতুন মুখদের মধ্যে রয়েছেন সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, হাসান মুরাদ।

তবে ক্রিকেটারের সংখ্যা বাড়লেও বেতন কাঠামোতে কোনো পরিবর্তন আসছে না। গেল বছর যে বেতন নির্ধারণ করা হয়েছিল, ২০২৬ সালেও সেটিই বহাল থাকবে। অর্থাৎ নতুন ও পুরনো সব ক্রিকেটারই আগের নির্ধারিত বেতন অনুযায়ী চুক্তিবদ্ধ হবেন।

এবারের কেন্দ্রীয় চুক্তিতে ফরম্যাটভিত্তিক কিছু পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে। সব ফরম্যাটের চুক্তিতে থাকছেন না পেসার তাসকিন আহমেদ। অন্যদিকে টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে সব ফরম্যাটের চুক্তিতে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা রয়েছে।

গেল বছরের মতো এবারও কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকছেন উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান।

বিসিবির এই উদ্যোগের মূল লক্ষ্য জাতীয় দলের স্কোয়াডের গভীরতা বাড়ানো এবং আরও বেশি ক্রিকেটারকে নিয়মিত আর্থিক নিরাপত্তার আওতায় আনা। বোর্ড কর্মকর্তাদের আশা, এতে ক্রিকেটারদের মধ্যে প্রতিযোগিতা বাড়বে এবং জাতীয় দলের জন্য বিকল্প খেলোয়াড় গড়ে ওঠার সুযোগ তৈরি হবে।

সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই বিসিবি ২০২৬ সালের কেন্দ্রীয় চুক্তির পূর্ণাঙ্গ তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে। সূত্র: বাংলানিউজ ২৪

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» জামায়াত নেতা তাহের মুসলিম বিশ্বের তরুণদের আইডল: সাদিক কায়েম

» খুব বিপদে আছি, কোথাও গেলে এক পাশে যুবদল দাঁড়ায়, আরেক পাশে ছাত্রদল: নাসীরুদ্দীন পাটওয়ারী

» আগামীতে অপরাধ করলে প্রধানমন্ত্রী-প্রেসিডেন্টও ছাড় পাবে না: ডা. শফিকুর রহমান

» সঠিকভাবে যাকাত দিলে কাউকে যৌনকর্মকে পেশা হিসেবে নিতে হতো না: ধর্ম উপদেষ্টা

» ‘জুলাই যোদ্ধা’ গেজেট থেকে বাতিল আরও ১২ জন

» গণভবনের পাশেই হবে প্রধানমন্ত্রীর বাসভবন

» সারাদেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন থাকবে

» ফের কমল স্বর্ণের দাম,

» সালমানের আগে এক সুপারমডেলের সঙ্গে সম্পর্কে ছিলেন ঐশ্বরিয়া?

» আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরকে শোকজ

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিসিবির চুক্তিতে কারা আসছেন, কারা বাদ পড়ছেন: নতুন যা আছে

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : ২০২৬ সালের জন্য জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তির তালিকা চূড়ান্ত করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি। তবে বোর্ড সূত্রে জানা গেছে, আসন্ন বছরে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত বছর যেখানে ২২ জন ক্রিকেটার কেন্দ্রীয় চুক্তির আওতায় ছিলেন, এবার সেই সংখ্যা বাড়িয়ে করা হচ্ছে ২৭ জন। বিসিবি সূত্র জানিয়েছে, নতুন কেন্দ্রীয় চুক্তি কার্যকর হবে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এবং তা চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

বাড়তি ক্রিকেটার অন্তর্ভুক্ত হওয়ায় কয়েকজন খেলোয়াড় প্রথমবারের মতো বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেতে যাচ্ছেন। সম্ভাব্য নতুন মুখদের মধ্যে রয়েছেন সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, হাসান মুরাদ।

তবে ক্রিকেটারের সংখ্যা বাড়লেও বেতন কাঠামোতে কোনো পরিবর্তন আসছে না। গেল বছর যে বেতন নির্ধারণ করা হয়েছিল, ২০২৬ সালেও সেটিই বহাল থাকবে। অর্থাৎ নতুন ও পুরনো সব ক্রিকেটারই আগের নির্ধারিত বেতন অনুযায়ী চুক্তিবদ্ধ হবেন।

এবারের কেন্দ্রীয় চুক্তিতে ফরম্যাটভিত্তিক কিছু পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে। সব ফরম্যাটের চুক্তিতে থাকছেন না পেসার তাসকিন আহমেদ। অন্যদিকে টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে সব ফরম্যাটের চুক্তিতে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা রয়েছে।

গেল বছরের মতো এবারও কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকছেন উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান।

বিসিবির এই উদ্যোগের মূল লক্ষ্য জাতীয় দলের স্কোয়াডের গভীরতা বাড়ানো এবং আরও বেশি ক্রিকেটারকে নিয়মিত আর্থিক নিরাপত্তার আওতায় আনা। বোর্ড কর্মকর্তাদের আশা, এতে ক্রিকেটারদের মধ্যে প্রতিযোগিতা বাড়বে এবং জাতীয় দলের জন্য বিকল্প খেলোয়াড় গড়ে ওঠার সুযোগ তৈরি হবে।

সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই বিসিবি ২০২৬ সালের কেন্দ্রীয় চুক্তির পূর্ণাঙ্গ তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে। সূত্র: বাংলানিউজ ২৪

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com