শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী বানাতে মানুষ মুখিয়ে আছে : সাদিক কায়েম

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :  ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, এখন সারা বাংলাদেশের সর্বস্তরের নাগরিক ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার প্রতিনিধিদের, শাপলা কলির প্রতিনিধিদের, ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতিনিধিদেরকে নির্বাচিত করতে, আগামী ১২ ফেব্রুয়ারি ডা. শফিকুর রহমান ভাইকে প্রধানমন্ত্রী বানানোর জন্য মুখিয়ে আছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনি জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাদিক কায়েম বলেন, আজকে যে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এটা জুলাই শহীদদের তাজা রক্তের বিনিময়ে। আমাদের গাজিদের পঙ্গু হওয়ার মাধ্যমে। সেই কারণে জুলাইয়ে শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করব। এই জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ছাত্র রাজনীতির আমূল পরিবর্তন হয়েছে। যারা দীর্ঘ ফ্যাসিবাদী আমলে আয়নাঘরে গুম ছিল, তারা মুক্তি পেয়েছে। বাংলাদেশের ৫টি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি ক্যাম্পাসে ইনসাফের যারা প্রতিনিধি আছে তারা ব্যাপক ব্যবধানে বিজয়ী হয়েছে।

তিনি বলেন, আমরা নির্বাচিত হওয়ার চার মাসের মধ্যে প্রমাণ করেছি কীভাবে ছাত্র সমাজের জন্য কাজ করতে হয়। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের সন্ত্রাস নেই, কোনো ধরনের গণরুম নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের ভাইয়ের রাজনীতি নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত ৪ মাসে আমরা ২২৫টি কাজ করেছি। যে কাজ ১০৪ বছরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেউ করতে পারেনি। নির্বাচিত হওয়ার পর সবগুলো ক্যাম্পাসে এই ইনসাফের প্রতিনিধিরা তাদের কথা এবং কাজের মধ্যে মিল রেখেছে।

হ্যাঁ ভোটের প্রসঙ্গে ডাকসুর ভিপি বলেন, জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য গণভোটে হ্যাঁ-কে বিজয়ী করার জন্য আমাদের প্রতিটি পাড়ায়-মহল্লায় গণভোটে হ্যাঁ- এর ক্যাম্পেইন করতে হবে। হ্যাঁ মানেই বাংলাদেশ। হ্যাঁ মানেই আজাদি, হ্যাঁ মানেই শহীদ ওসমান হাদির হত্যার বিচার। হ্যাঁ মানেই বৈষম্যহীন ইনসাফভিত্তিক বাংলাদেশ বাংলাদেশ নির্মাণ করা। না মানে হলো গোলামি। আমরা এই হ্যাঁ-কে বিজয়ী করার জন্য এবং ইনসাফের প্রতিনিধিদেরকে ভূমিধস বিজয়ী করার মাধ্যমে ১২ ফেব্রুয়ারির পর যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশ হবে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ ইনশাআল্লাহ।

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. সৈয়দ একেএম সরোয়ার উদ্দীন সিদ্দীকির সভাপতিত্বে জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, নায়েবে আমির ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম, মাওলানা আব্দুল হালিম, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লাহ, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ শাহজাহান অ্যাডভোকেট উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

» ফেসবুক পোস্টে ৪০ বছরের সম্পর্কের ইতি টেনে জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা

» নিরাপত্তাহীনতার অভিযোগে নির্বাচনি প্রচারণা থেকে বিরতি নিলেন মেঘনা আলম

» শফিকুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধ ও জুলাইযোদ্ধাদের চেতনায় দেশ গড়তে চাই: পরওয়ার

» ঘুম থেকে উঠে মানুষ আল্লাহর নাম নেয়, একজন আছে জেগেই আমার নাম নেন: মির্জা আব্বাস

» শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী বানাতে মানুষ মুখিয়ে আছে : সাদিক কায়েম

» একটি কার্ডের মধ্যে সব সুযোগ-সুবিধা নিয়ে আসব : নাহিদ ইসলাম

» জাতির কল্যাণে আগামী দিনে কাজ করে দেশকে সাজিয়ে দেব: তারেক রহমান

» ‘দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হলে ছাত্রলীগের ন্যায় শিবিরকেও বিচারের মুখোমুখি করতে হবে’: আবিদুল ইসলাম

» আইন, নীতি ও প্রশাসনিক সংস্কারের মাধ্যমে অঙ্গীকার বাস্তবায়ন করবে এনসিপি: আসিফ মাহমুদ

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী বানাতে মানুষ মুখিয়ে আছে : সাদিক কায়েম

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :  ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, এখন সারা বাংলাদেশের সর্বস্তরের নাগরিক ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার প্রতিনিধিদের, শাপলা কলির প্রতিনিধিদের, ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতিনিধিদেরকে নির্বাচিত করতে, আগামী ১২ ফেব্রুয়ারি ডা. শফিকুর রহমান ভাইকে প্রধানমন্ত্রী বানানোর জন্য মুখিয়ে আছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনি জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাদিক কায়েম বলেন, আজকে যে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এটা জুলাই শহীদদের তাজা রক্তের বিনিময়ে। আমাদের গাজিদের পঙ্গু হওয়ার মাধ্যমে। সেই কারণে জুলাইয়ে শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করব। এই জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ছাত্র রাজনীতির আমূল পরিবর্তন হয়েছে। যারা দীর্ঘ ফ্যাসিবাদী আমলে আয়নাঘরে গুম ছিল, তারা মুক্তি পেয়েছে। বাংলাদেশের ৫টি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি ক্যাম্পাসে ইনসাফের যারা প্রতিনিধি আছে তারা ব্যাপক ব্যবধানে বিজয়ী হয়েছে।

তিনি বলেন, আমরা নির্বাচিত হওয়ার চার মাসের মধ্যে প্রমাণ করেছি কীভাবে ছাত্র সমাজের জন্য কাজ করতে হয়। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের সন্ত্রাস নেই, কোনো ধরনের গণরুম নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের ভাইয়ের রাজনীতি নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত ৪ মাসে আমরা ২২৫টি কাজ করেছি। যে কাজ ১০৪ বছরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেউ করতে পারেনি। নির্বাচিত হওয়ার পর সবগুলো ক্যাম্পাসে এই ইনসাফের প্রতিনিধিরা তাদের কথা এবং কাজের মধ্যে মিল রেখেছে।

হ্যাঁ ভোটের প্রসঙ্গে ডাকসুর ভিপি বলেন, জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য গণভোটে হ্যাঁ-কে বিজয়ী করার জন্য আমাদের প্রতিটি পাড়ায়-মহল্লায় গণভোটে হ্যাঁ- এর ক্যাম্পেইন করতে হবে। হ্যাঁ মানেই বাংলাদেশ। হ্যাঁ মানেই আজাদি, হ্যাঁ মানেই শহীদ ওসমান হাদির হত্যার বিচার। হ্যাঁ মানেই বৈষম্যহীন ইনসাফভিত্তিক বাংলাদেশ বাংলাদেশ নির্মাণ করা। না মানে হলো গোলামি। আমরা এই হ্যাঁ-কে বিজয়ী করার জন্য এবং ইনসাফের প্রতিনিধিদেরকে ভূমিধস বিজয়ী করার মাধ্যমে ১২ ফেব্রুয়ারির পর যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশ হবে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ ইনশাআল্লাহ।

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. সৈয়দ একেএম সরোয়ার উদ্দীন সিদ্দীকির সভাপতিত্বে জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, নায়েবে আমির ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম, মাওলানা আব্দুল হালিম, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লাহ, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ শাহজাহান অ্যাডভোকেট উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com