ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : টি-টোয়েন্টিতে নিজেদের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রান তুলে রেকর্ড ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। চলমান বিশ্বকাপ বাছাইপর্বে টানা তৃতীয় জয়ের পর আগেই মূল পর্ব নিশ্চিত করা নিগার সুলতানা জ্যোতির দল শুক্রবার সুপার সিক্সের ম্যাচে স্কটল্যান্ডকে ৯০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে।
নেপালের কীর্তিপুরের ত্রিভুবন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল টাইগ্রেসরা। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির দুর্দান্ত হাফসেঞ্চুরি ও সোবহানা মোস্তারির ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯১ রানের পাহাড়সম লক্ষ্য দাঁড় করায় বাংলাদেশ।
বাংলাদেশের ইনিংসের শুরুটা করেন দুই ওপেনার দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস। উদ্বোধনী জুটিতে আসে ৬৭ রান। দিলারা ২৮ বলে ৩৯ ও জুয়াইরিয়া করেন ২২ রান। এরপর দ্রুত ফিরে যান শারমিন আক্তার সুপ্তা (১৫)।
এরপর ম্যাচের মোড় ঘুরিয়ে দেন জ্যোতি ও সোবহানা। চতুর্থ উইকেটে তাদের ১০০ রানের জুটি বাংলাদেশকে বড় সংগ্রহ এনে দেয়। অধিনায়ক জ্যোতি ৩৫ বলে ৫ চার ও ৩ ছক্কায় করেন ৫৬ রান, আর সোবহানা মোস্তারি ২৩ বলে ৭ চার ও ২ ছক্কায় খেলেন ৪৭ রানের বিধ্বংসী ইনিংস।
বড় লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই চাপে পড়ে স্কটল্যান্ড। প্রথম বলেই মারুফা আক্তার তুলে নেন ডার্সি কার্টারের উইকেট। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ১০১ রান তুলতে পারে স্কটিশ মেয়েরা।
স্কটল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন আট নম্বরে নামা পিপা স্প্রাউল। মেগান ম্যাককলের ব্যাট থেকে আসে ২০ রান। বাংলাদেশের হয়ে মারুফা আক্তার নেন ৩ উইকেট, আর নিয়ন্ত্রিত বোলিংয়ে ২ উইকেট শিকার করেন স্বর্ণা আক্তার।
এটি টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রান। এর আগে দক্ষিণ এশিয়ান গেমসে মালদ্বীপের বিপক্ষে ২৫৫ রান করে টাইগ্রেসরা জিতেছিল রেকর্ড ২৪৯ রানে। ২০২৪ নারী এশিয়া কাপে মালয়েশিয়ার বিপক্ষে করা ১৯১ রানই ছিল দ্বিতীয় সর্বোচ্চ, যেটি আজ স্কটল্যান্ডের বিপক্ষেও ছুঁয়ে ফেলল বাংলাদেশ। তবে এবার জয় এসেছে তৃতীয় সর্বোচ্চ ৯০ রানের ব্যবধানে।








