ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : ঝিনাইদহের হরিণাকুন্ডে গাঁজা ও বিপুল পরিমাণ অস্ত্রসহ তাছলিমা আক্তার (৩৫) নামে এক নারীকে গ্রেফতার করেছে র্যাব-৬।
বুধবার রাতে হরিণাকুন্ড পৌরসাভার চটকাবাড়িয়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার এএসপি ইমরান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টার দিকে চটকাবাড়িয়া গ্রামের মাদক কারবারি মো. হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ২ কেজি গাঁজা ও ৮টি রাম দাসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ তাছলিমাকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় আব্দুল আজিজের ছেলে হোসেন পলাতক রয়েছে। সে এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের কারবার পরিচালনা করে আসছিল। পলাতক আসামিকে গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে।








