তারেক রহমানের সমাবেশস্থলে নেতাকর্মীদের ঢল

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : রাজশাহীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভায় যোগ দিতে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন নেতাকর্মী ও সমর্থকরা। বৃহস্পতিবার সকাল থেকেই দূর-দুরান্ত থেকে বিভিন্ন যানবাহনে করে বা পায়ে হেঁটে তারা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন। বেলা ১১টার দিকেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাদ্রাসা মাঠ।

তারেক রহমানের আগমনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে। আজ রাজশাহী সফর উপলক্ষে সকাল থেকেই মাদ্রাসা মাঠে পতাকা হাতে নিয়ে জড়ো হতে শুরু করেন বিভিন্ন উপজেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মাঠজুড়ে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ, ঢল নেমেছে সমর্থকদের।

দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের আগমন উপলক্ষে রাজশাহী মহানগর ও জেলা বিএনপি যৌথভাবে একটি বড় জনসমাবেশের আয়োজন করেছে। মাঠের চারপাশে টাঙানো হয়েছে ব্যানার, ফেস্টুন ও পোস্টার। স্লোগান আর মিছিলের মাধ্যমে নেতাকর্মীরা তাদের উচ্ছ্বাস প্রকাশ করছেন।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজশাহী ছাড়াও আশপাশের জেলা ও উপজেলার নেতাকর্মীরাও সমাবেশে যোগ দিতে আসছেন। এ কারণে সকাল থেকেই শহরের বিভিন্ন প্রবেশপথে বাড়তি যানবাহনের চাপ দেখা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও মাঠ ও আশপাশের এলাকায় তৎপর থাকতে দেখা গেছে।

সমাবেশকে কেন্দ্র করে দলীয় কার্যালয়গুলোতেও চলছে প্রস্তুতি। সব মিলিয়ে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহে মাদ্রাসা মাঠ ইতোমধ্যে পরিণত হচ্ছে এক বিশাল জনসমুদ্রে। নেতাকর্মীরা বলছেন, তারেক রহমানের বক্তব্যে আগামী দিনের আন্দোলন ও সাংগঠনিক দিকনির্দেশনা পাওয়া যাবে বলে তারা আশাবাদী।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» দেশে যে দুর্বৃত্ত ও দুর্বয়নের রাজনীতি আছে এসব বন্ধ করতে হবে  ………… নাহিদ ইসলাম  

» তরুণ পেশাজীবীদের ক্যারিয়ারের বিকাশে ভূমিকা রাখে এলএসই’র শিক্ষা: সেমিনারে বক্তারা

» জামালপুর-২ নির্বাচনি এলাকা পরিদর্শনে বিচারিক কমিটি

» ১২ তারিখের নির্বাচনই ঠিক করবে দেশ গণতন্ত্রের পথে যাবে, নাকি অন্য পথে: তারেক রহমান

» ১২২তম প্রাইজবন্ডের ‘ড্র’ ১ ফেব্রুয়ারি

» জামায়াতের মহিলা শাখার সমাবেশ স্থগিত

» ডেভিল হান্ট ফেজ-২ অভিযান চালিয়ে ৩৮ জন গ্রেফতার

» সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ক্র্যাবের মানববন্ধন

» বিগত বছরগুলোর চেয়ে এ বছর নির্বাচনের পরিবেশ ভালো : প্রেস সচিব

» নির্বাচনে সহিংসতা প্রতিরোধে সব বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

তারেক রহমানের সমাবেশস্থলে নেতাকর্মীদের ঢল

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : রাজশাহীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভায় যোগ দিতে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন নেতাকর্মী ও সমর্থকরা। বৃহস্পতিবার সকাল থেকেই দূর-দুরান্ত থেকে বিভিন্ন যানবাহনে করে বা পায়ে হেঁটে তারা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন। বেলা ১১টার দিকেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাদ্রাসা মাঠ।

তারেক রহমানের আগমনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে। আজ রাজশাহী সফর উপলক্ষে সকাল থেকেই মাদ্রাসা মাঠে পতাকা হাতে নিয়ে জড়ো হতে শুরু করেন বিভিন্ন উপজেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মাঠজুড়ে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ, ঢল নেমেছে সমর্থকদের।

দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের আগমন উপলক্ষে রাজশাহী মহানগর ও জেলা বিএনপি যৌথভাবে একটি বড় জনসমাবেশের আয়োজন করেছে। মাঠের চারপাশে টাঙানো হয়েছে ব্যানার, ফেস্টুন ও পোস্টার। স্লোগান আর মিছিলের মাধ্যমে নেতাকর্মীরা তাদের উচ্ছ্বাস প্রকাশ করছেন।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজশাহী ছাড়াও আশপাশের জেলা ও উপজেলার নেতাকর্মীরাও সমাবেশে যোগ দিতে আসছেন। এ কারণে সকাল থেকেই শহরের বিভিন্ন প্রবেশপথে বাড়তি যানবাহনের চাপ দেখা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও মাঠ ও আশপাশের এলাকায় তৎপর থাকতে দেখা গেছে।

সমাবেশকে কেন্দ্র করে দলীয় কার্যালয়গুলোতেও চলছে প্রস্তুতি। সব মিলিয়ে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহে মাদ্রাসা মাঠ ইতোমধ্যে পরিণত হচ্ছে এক বিশাল জনসমুদ্রে। নেতাকর্মীরা বলছেন, তারেক রহমানের বক্তব্যে আগামী দিনের আন্দোলন ও সাংগঠনিক দিকনির্দেশনা পাওয়া যাবে বলে তারা আশাবাদী।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com