লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসন জামালপুর- ২ এর নির্বাচনি এলাকা পরিদর্শন করেছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নির্বাচনি আচরণবিধি প্রতিপালন, ভোটের পরিবেশ পর্যবেক্ষণ এবং নির্বাচন সংক্রান্ত বাস্তব পরিস্থিতি যাচাইয়ের লক্ষ্যে কমিটি সরেজমিন পরিদর্শন কার্যক্রম পরিচালনা করে।
পরিদর্শন কার্যক্রমে নেতৃত্ব দেন নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি নির্বাচনি এলাকা- ১৩৯, জামালপুর- ২ (ইসলামপুর) এর দায়িত্বপ্রাপ্ত সিভিল জজ আহমাদুল কবির সাকিল। এ সময় বিচারিক কমিটির অন্যান্য সদস্যদের পাশাপাশি সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিল। পরিদর্শনকালে বিচারিক কমিটির সদস্যরা ইসলামপুর উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র, জনসমাগমপূর্ণ বাজার ও গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখেন। তাঁরা নির্বাচনি পরিবেশ, প্রচারণার অবস্থা, আচরণবিধি প্রতিপালনের চিত্র এবং ভোটারদের স্বাভাবিক চলাচল ও মতপ্রকাশের সুযোগ রয়েছে কি না এসব বিষয় সরেজমিনে পর্যবেক্ষণ করেন। বিচারিক কমিটির সঙ্গে থাকা সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে দায়িত্ব পালন করেন। তাঁদের উপস্থিতিতে এলাকাজুড়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও আস্থা সৃষ্টি হয়। পরিদর্শনকালে বিচারিক কমিটির সদস্যরা সাধারণ ভোটার, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় সচেতন নাগরিকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। এ সময় ভোটাররা নির্বাচনকে ঘিরে তাঁদের অভিজ্ঞতা, প্রত্যাশা ও উদ্বেগের কথা তুলে ধরেন। বিশেষ করে অবাধ ভোটাধিকার প্রয়োগ, প্রভাবমুক্ত পরিবেশ এবং নির্বাচনি আচরণবিধির কঠোর বাস্তবায়নের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বিচারিক কমিটির পক্ষ থেকে উপস্থিত জনগণকে নির্বাচনি আইন ও আচরণবিধি সম্পর্কে অবহিত করা হয়। একই সঙ্গে কোনো ধরনের অনিয়ম, আচরণবিধি লঙ্ঘন বা অভিযোগ থাকলে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে তা সংশ্লিষ্ট কমিটির কাছে উপস্থাপনের আহ্বান জানানো হয়।
সিভিল জজ আহমাদুল কবির সাকিল বলেন, নির্বাচন যাতে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে বিচারিক কমিটি মাঠপর্যায়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। প্রাপ্ত তথ্য ও অভিযোগ আইন অনুযায়ী যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচনি পরিবেশ পর্যবেক্ষণ কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং আচরণবিধি লঙ্ঘনের যেকোনো অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।








