নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সুনামগঞ্জে মোতায়েন থাকবে ২৪ প্লাটুন বিজিবি : ব্যাটালিয়ন অধিনায়ক

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :  সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেছেন, সুনামগঞ্জে নির্বাচনকালীন সময়ে পারিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে বিজিবি। নির্বাচনে ১০টি উপজেলায় সর্বমোট ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে।

বুধবার দুপুরে ব্যাটালিয়ন সদর দপ্তরে নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

লে. কর্নেল এ কে এম জাকারিয়া বলেন, বিজিবি সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সব রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে, যাতে নির্বাচন প্রক্রিয়া অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়। ভোটাররা যেন নিরাপদ, শান্ত ও ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সুনামগঞ্জ জেলার ৯০ কিলোমিটার সীমান্ত এলাকায় অতিরিক্ত জনবল মোতায়েনের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এই সময়ে যাতে কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার কিংবা অন্য কোনো সীমান্ত সংশ্লিষ্ট অপরাধ সংঘটিত হয়ে নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে। সে বিষয়ে বিজিবি অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

তিনি আরও বলেন, ১ ফেব্রুয়ারি থেকে সুনামগঞ্জ ব্যাটালিয়ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে পূর্ণমাত্রায় মোতায়েন থাকবে এবং নির্বাচন সংশ্লিষ্ট সব দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবে।

বিজিবি অধিনায়ক জানান, নির্বাচনে সুনামগঞ্জ জেলার ৫টি আসনের মধ্যে ৪টি আসনের (সুনামগঞ্জ-১, ২, ৩ ও ৪) ১০টি উপজেলায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন দায়িত্ব পালন করবে। এর মধ্যে সীমান্তবর্তী ৩টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে। সীমান্তবর্তী আরও একটি উপজেলা এবং অন্যান্য ছয়টি উপজেলায় অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ে বিজিবি মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।

তিনি বলেন, সুনমগঞ্জ ব্যাটালিয়ন হতে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত প্রতিটি সদস্যকে ইতোমধ্যে রায়োট কন্ট্রোল প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং প্রয়োজনীয় মহড়া সম্পন্ন করা হয়েছে। ফলে প্রতিটি সদস্য প্রয়োজনীয় সরঞ্জামাদি নিয়ে নির্বাচনী দায়িত্ব পালনে পেশাগতভাবে প্রস্তুত, আত্মবিশ্বাসী ও শৃঙ্খলাবদ্ধ।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» জামায়াত আমিরের সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

» একটি দল পেশিশক্তির প্রভাব দেখানোর চেষ্টা করছে: নাহিদ ইসলাম

» টাকার বিনিময়ে কিংবা ভয়ভীতির মুখে ভোট না দেওয়ার আহ্বান : রুমিন ফারহানা

» নির্বাচনকে কেন্দ্র করে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা হবে: আবদুস সালাম

» ‘তারেক রহমান যেখানে যাচ্ছেন সেখানেই লাখো মানুষের ঢল নামছে’

» রাজধানীর উত্তরার কাঁচাবাজারে আগুন নিয়ন্ত্রণে

» বৃহস্পতিবার যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না

» ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে ৫২ জন গ্রেফতার

» অস্ত্র-কার্তুজ-ককটেল উদ্ধার

» কারাগার থেকে মুক্তি পেলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সুনামগঞ্জে মোতায়েন থাকবে ২৪ প্লাটুন বিজিবি : ব্যাটালিয়ন অধিনায়ক

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :  সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেছেন, সুনামগঞ্জে নির্বাচনকালীন সময়ে পারিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে বিজিবি। নির্বাচনে ১০টি উপজেলায় সর্বমোট ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে।

বুধবার দুপুরে ব্যাটালিয়ন সদর দপ্তরে নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

লে. কর্নেল এ কে এম জাকারিয়া বলেন, বিজিবি সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সব রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে, যাতে নির্বাচন প্রক্রিয়া অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়। ভোটাররা যেন নিরাপদ, শান্ত ও ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সুনামগঞ্জ জেলার ৯০ কিলোমিটার সীমান্ত এলাকায় অতিরিক্ত জনবল মোতায়েনের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এই সময়ে যাতে কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার কিংবা অন্য কোনো সীমান্ত সংশ্লিষ্ট অপরাধ সংঘটিত হয়ে নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে। সে বিষয়ে বিজিবি অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

তিনি আরও বলেন, ১ ফেব্রুয়ারি থেকে সুনামগঞ্জ ব্যাটালিয়ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে পূর্ণমাত্রায় মোতায়েন থাকবে এবং নির্বাচন সংশ্লিষ্ট সব দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবে।

বিজিবি অধিনায়ক জানান, নির্বাচনে সুনামগঞ্জ জেলার ৫টি আসনের মধ্যে ৪টি আসনের (সুনামগঞ্জ-১, ২, ৩ ও ৪) ১০টি উপজেলায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন দায়িত্ব পালন করবে। এর মধ্যে সীমান্তবর্তী ৩টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে। সীমান্তবর্তী আরও একটি উপজেলা এবং অন্যান্য ছয়টি উপজেলায় অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ে বিজিবি মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।

তিনি বলেন, সুনমগঞ্জ ব্যাটালিয়ন হতে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত প্রতিটি সদস্যকে ইতোমধ্যে রায়োট কন্ট্রোল প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং প্রয়োজনীয় মহড়া সম্পন্ন করা হয়েছে। ফলে প্রতিটি সদস্য প্রয়োজনীয় সরঞ্জামাদি নিয়ে নির্বাচনী দায়িত্ব পালনে পেশাগতভাবে প্রস্তুত, আত্মবিশ্বাসী ও শৃঙ্খলাবদ্ধ।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com