ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সিজানুর রহমান (১৭) ও নেহাল হোসেন (১৭) নামে দুই স্কুলছাত্র নিহত হয়েছেন।

আজ) বেলা ১১টার দিকে উপজেলার ২নং সদর ইউনিয়নের নামুইট টু দলগাছা গ্রামের মাঝামাঝি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত সিজানুর রহমান নাটোর জেলার লালপুর উপজেলার লিটন হোসেনের ছেলে। তিনি নন্দীগ্রামের সিধইল গ্রামের নানা সিরাজ উদ্দিনের বাড়িতে থেকে পড়াশোনা করতেন। অপর নিহত নেহাল হোসেন নন্দীগ্রাম উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নের ভরতেতুলিয়া গ্রামের রতন সরদারের ছেলে।

নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের সাব-অফিসার রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিজানুর ও নেহাল একটি মোটরসাইকেলে করে কাথম টু কালিগঞ্জ সড়ক দিয়ে শিমলা বাজারের দিকে যাচ্ছিলেন। নামুইট টু দলগাছা গ্রামের মাঝামাঝি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রাক তাদের মোটরসাইকেলকে সামনে থেকে সজোরে ধাক্কা দেয়। এতে তারা দুজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই বন্ধু সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের সাব-অফিসার রফিকুল ইসলাম বলেন, স্থানীয়রা ৯৯৯ নম্বরে কল করে বিষয়টি আমাদের জানান। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি দুজন ঘটনাস্থলেই মারা গেছেন। পরে তাদের উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নিহত দুজনই নন্দীগ্রাম মা কেজি স্কুলের এবারের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তাদের এমন অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। ট্রাক শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» জামায়াত আমিরের সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

» একটি দল পেশিশক্তির প্রভাব দেখানোর চেষ্টা করছে: নাহিদ ইসলাম

» টাকার বিনিময়ে কিংবা ভয়ভীতির মুখে ভোট না দেওয়ার আহ্বান : রুমিন ফারহানা

» নির্বাচনকে কেন্দ্র করে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা হবে: আবদুস সালাম

» ‘তারেক রহমান যেখানে যাচ্ছেন সেখানেই লাখো মানুষের ঢল নামছে’

» রাজধানীর উত্তরার কাঁচাবাজারে আগুন নিয়ন্ত্রণে

» বৃহস্পতিবার যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না

» ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে ৫২ জন গ্রেফতার

» অস্ত্র-কার্তুজ-ককটেল উদ্ধার

» কারাগার থেকে মুক্তি পেলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সিজানুর রহমান (১৭) ও নেহাল হোসেন (১৭) নামে দুই স্কুলছাত্র নিহত হয়েছেন।

আজ) বেলা ১১টার দিকে উপজেলার ২নং সদর ইউনিয়নের নামুইট টু দলগাছা গ্রামের মাঝামাঝি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত সিজানুর রহমান নাটোর জেলার লালপুর উপজেলার লিটন হোসেনের ছেলে। তিনি নন্দীগ্রামের সিধইল গ্রামের নানা সিরাজ উদ্দিনের বাড়িতে থেকে পড়াশোনা করতেন। অপর নিহত নেহাল হোসেন নন্দীগ্রাম উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নের ভরতেতুলিয়া গ্রামের রতন সরদারের ছেলে।

নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের সাব-অফিসার রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিজানুর ও নেহাল একটি মোটরসাইকেলে করে কাথম টু কালিগঞ্জ সড়ক দিয়ে শিমলা বাজারের দিকে যাচ্ছিলেন। নামুইট টু দলগাছা গ্রামের মাঝামাঝি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রাক তাদের মোটরসাইকেলকে সামনে থেকে সজোরে ধাক্কা দেয়। এতে তারা দুজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই বন্ধু সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের সাব-অফিসার রফিকুল ইসলাম বলেন, স্থানীয়রা ৯৯৯ নম্বরে কল করে বিষয়টি আমাদের জানান। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি দুজন ঘটনাস্থলেই মারা গেছেন। পরে তাদের উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নিহত দুজনই নন্দীগ্রাম মা কেজি স্কুলের এবারের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তাদের এমন অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। ট্রাক শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com