ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : ১৩শ ১ বোতল ভারতীয় মদসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে জামালপুর র্যাব- ১৪। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।
আজ (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় জামালপুর র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার মেজর আসিফ আল রাজেক এসব তথ্য জানান।
এর আগে গতকাল শুক্রবার রাতে জামালপুর-শেরপুর মহাসড়কের নন্দীর বাজার এলাকায় চেক পোস্ট বসিয়ে এসব মাদক জব্দ করে র্যাব।
কোম্পানি কমান্ডার জানান, শেরপুরের মোকসেদপুর হতে ভারতীয় মদ নিয়ে এক ট্রাক জামালপুরের দিকে আসছে—এমন সংবাদের ভিত্তিতে জামালপুর-শেরপুর মহাসড়কের নন্দীর বাজার এলাকায় চেক পোস্ট বসানো হয়। পরে ট্রাকে পরিবহন করা ৫০ বস্তায় ১৩শ ১ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ, নগদ টাকাসহ ট্রাকটি জব্দ করা হয়। জব্দ করা মদ ও ট্রাকের আনুমানিক মূল্য ১ কোটি টাকার বেশি।
এসময় মাদক পরিবহনে জড়িত মিনাল মিয়া, রিয়াদ হাসান ও নুরুল ইসলাম নামে ৩ জনকে আটক করা হয়। আটকদের বাড়ি শেরপুর জেলার ঝিনাইগাতি এলাকায়। তাদের বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।








