ফাইল ছবি
রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে রিফাত (১৫) নামের এক বাকপ্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। আজ বেলা ১১টার দিকে পবা উপজেলার হাজরাপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।
রিফাত নগরীর মতিহার থানার মোহনপুর এলাকার মাসুর রানার ছেলে। তারা পরিবারের বাবা, মা ও দুই ভাই (রিফাতসহ) বাকপ্রতিবন্ধী। তবে রিফাতের বড় বোন সুস্থ।
ঘটনাস্থলের অদূরে কাজ করছিলেন রেলওয়ের ওয়েম্যানরা। আকাশ নামের এক ওয়েম্যান জানান, ট্রেন আসার সময় রিফাত রেললাইনের উপরে হাঁটছিল। এসময় সে ইশারায় কথা বলছিলো। ট্রেনে বার বার হর্ণ দিচ্ছিল। কিন্তু রিফাত বাক ও শ্রবণপ্রতিবন্ধী হওয়ার করণে সে শুনতে পায়নি। এসময় ট্রেনে নিচে কাটা পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মোহনপুর এলাকার মো. মাহিম বলেন, সে কথা বলতে পারে না। সে ইশারা ফোনে কথা বলতে বলতে বাড়ি থেকে যাচ্ছি হরিয়ানের দিকে। এসময় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে রেলওয়ের জিআরপি পুলিশ ঘটনাস্থলে আসে।
রাজশাহী রেলওয়ে জিরআরপি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, চাঁপাইনবাবগঞ্জের দিক থেকে আসা লোকাল ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।








