ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : সিদ্ধিরগঞ্জে গভীর রাতে ব্লক রেড পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১০টার দিকে সিদ্ধিরগঞ্জ চিত্তরঞ্জন ঘাট ও মাঝিপাড়া এলাকায় তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য ও ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ব্লকেড অভিযানের একপর্যায়ে আরামবাগের চিত্তরঞ্জন এলাকায় বড় পুকুরের পূর্ব পাড় সংলগ্ন কাঠ গাছের বাগানের ভেতর সন্দেহজনক অবস্থায় কয়েকজনকে ঘোরাফেরা করতে দেখা যায়। পরে সেখানে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে আটজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- মো. মহিন (২৯), মো. সজিব (২৮), মো. রনি (৩০), মো. বাবু (৩০), মো. হাসান (২০), ইমন (২৫), শামীম (৩৩) ও জসিম(৩৮)। তাদের অধিকাংশই সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি চাপাতি, একাধিক সুইচ গিয়ার, বড় ছুরি, দ্বিধারী কুড়াল, করাত, লোহার রড, এসএস পাইপসহ বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। পাশাপাশি উদ্ধার করা হয় ১০০ পুড়িয়া হেরোইন ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল বারিক জানান, এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (নি.) গাজী মাহতাব উদ্দিন বাদী হয়ে গ্রেফতারকৃতদের পাশাপাশি আরও দুই পলাতক আসামি ও অজ্ঞাতনামা ৮-৯ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছেন।
তিনি আরও জানান, পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।








