ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২৬ সেশনে স্নাতক ও স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ‘সি’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রশ্নের মান ও সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেছেন ভর্তিচ্ছু ও অবিভাবকরা।
ভর্তিচ্ছুরা বলছেন, প্রশ্নের মানসম্মতই ছিল। জীববিজ্ঞান অংশ তুলনামূলক কঠিন হয়েছে। তবে সবকিছু মিলে ভালই ছিল।
এ বছর ১ ঘণ্টা সময়সীমায় ৮০টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর প্রতিযোগিতাদের মূল্যায়ণ করা হয়। সি ইউনিটে সিট আছে ১ হাজার ৫৩৬টি। মোট আবেদন পড়েছে ১ লাখ ২৬ হাজার ২২৫টি। তার মধ্যে বিজ্ঞানের শিক্ষার্থীরা আবেদন করেছে ১ লাখ ২০ হাজার ৮৩৮ জন এবং অবিজ্ঞান বিভাগের ৫ হাজার ৩৮৭ জন। ফলে প্রতি আসনে লড়বেন ৮২ জন ভর্তিচ্ছু। এই ইউনিটের দ্বিতীয় শিফটের পরীক্ষা বেলা ৩-৪টা পর্যন্ত চলবে।
প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেছেন
অবিভাবকরা। যশোর থেকে আগত মরিয়ম বেগম জানান, অভ্যন্তরীন নিরাপত্তা ও ব্যবস্থাপনা খুবই চমৎকার। খাবারের মান ও দামও কম। তেমন কোন সমস্যা হয়নি।
ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে সামনে এবং উন্মুক্ত জায়গায় অবিভাবকদের বসার ব্যবস্থা রাখা হয়েছে। ভ্রমমাণ টয়লেট এবং দিকনির্দেশনার জন্য ক্যাম্পাসের স্বেচ্ছাসেবী সংগঠনের বুথ ও হেল্পডেক্স ছিল। দোকানগুলো প্রক্টর দপ্তরে থেকে নির্ধারিত মূল্য তালিকায় খাবার বিক্রি করছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, ক্যাম্পাসে সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনায়
কয়েক স্তরে নিরাপত্তা জোরদার আছে। এক্ষেত্রে সকলের সহযোগিতা কাম্য। যেকোন অসদুপায় অবলম্বনকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ১৭ জানুয়ারি এ ইউনিট ও ২৪ জানুয়ারি সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ইউনিটে আবেদন পড়েছে ১ লাখ ১১ হাজার ৫১৪টি। ‘বি’ ইউনিটে ৩০ হাজার ৮৮৬টি। তিন ইউনিটে মোট আবেদন পড়েছে ২ লাখ ৭২ হাজার ৬২৫টি। প্রতিদিন এক ঘণ্টা সময়সীমার এই পরীক্ষা দুই শিফটে বেলা ১১টা থেকে দুপুর ১২টা ও বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল অঞ্চলের নির্ধারিত কেন্দ্র ভর্তিচ্ছুরা পরীক্ষায় অংশ নেবেন।








