ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক :চাঁপাইনবাবগঞ্জের বকচর সীমান্ত এলাকায় একজন মানব পাচারকারীসহ চারজনকে আটক করেছে বিজিবি। বুধবার সদর উপজেলার চরআলাতলী ইউনিয়নের বকচর গ্রামে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি বকচর গ্রামের মো. শাহিন, জেলার শিবগঞ্জ উপজেলার লোহালামারী গ্রামের মিজানুর রহমান, রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার দুর্গাপুর গ্রামের মো. তারাজুল ইসলাম ও রাজশাহী জেলার বোয়ালিয়া থানার আসাম কলোনি গ্রামের মো. শফিকুল ইসলাম মুন্না।
বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বকচর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহল দল। তারপর শূন্যরেখা থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরআলাতলী ইউনিয়নের বকচর গ্রাম থেকে মানব পাচারকারী মো. শাহিনসহ ৪ জনকে আটক করা হয়।
এ সময় জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, মো. শাহিনের সহায়তায় তারা রাজমিস্ত্রির কাজের উদ্দেশে অবৈধভাবে ভারতের চেন্নাই প্রদেশে যাওয়ার পরিকল্পনা করছিল।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষাসহ যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সব সময় তৎপর রয়েছে। অটককৃতদের চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।








