ঢাকা, মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬: তীব্র শীতের প্রভাবে ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে সারা দেশে ৬২ হাজারেরও বেশি শীতবস্ত্র বিতরণ করেছে ব্র্যাক ব্যাংক।
এই উদ্যোগের অংশ হিসেবে প্রধান উপদেষ্টার কল্যাণ তহবিল এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাধ্যমে ১৩,০০০টি কম্বল বিতরণ করা হয়েছে, যাতে নগর ও উপশহর এলাকার ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে সময়মতো সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হয়।
একই সঙ্গে ব্যাংকটির এসএমই ও ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে ৪৯,৬৫৩টি হুডি বিতরণ করা হয়। এর মাধ্যমে বিশেষ করে শিশু ও প্রবীণদের জন্য মাদ্রাসা, এতিমখানা এবং শীতবস্ত্রের সংকট রয়েছে, এমন জনগোষ্ঠীর কাছে সহায়তা পৌঁছে দেওয়া হয়।
এই কর্মসূচির মূল লক্ষ্য শীতজনিত স্বাস্থ্যঝুঁকি হ্রাস করা এবং শীতকালজুড়ে সবচেয়ে বেশি কষ্টে থাকা মানুষের জীবন সুরক্ষায় ভূমিকা রাখা।
ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও, তারেক রেফাত উল্লাহ খান, বলেন, “অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের জন্য কোনো বাধ্যবাধকতা নয়, বরং সামাজিক দায়িত্বশীলতার অংশ। এই শীতকালীন সহায়তা কর্মসূচির মাধ্যমে অন্তর্ভুক্তি, মর্যাদা ও সামাজিক কল্যাণের প্রতি আমাদের অঙ্গীকার বাস্তব কর্মে রূপ পেয়েছে, যা বাস্তব ও অর্থবহ প্রভাব তৈরি করছে।”
সিএসআর উদ্যোগের আওতায় দেশের মানুষের জন্য দীর্ঘমেয়াদি ও সামাজিক কর্মসূচির মাধ্যমে জাতীয় কল্যাণে অবদান রাখতে ব্র্যাক ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।








