সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম ইউটিউব সম্প্রতি তার সার্চ টুলে নতুন ফিল্টার যোগ করেছে, যাতে ব্যবহারকারীরা চাইলে শর্টস ভিডিওকে সার্চ রেজাল্ট থেকে বাদ দিতে পারবেন।
এডভান্সড সার্চে এই ফিল্টারের মাধ্যমে ৩ মিনিট বা তার কম সময়ের ভিডিও আলাদা ধরন হিসেবে চিহ্নিত করা হয়েছে। ফলে বিস্তারিত ব্যাখ্যামূলক বা বড় ভিডিও খোঁজার সময় শর্টসের ভিড় ঠেলাধাক্কার ঝামেলা থাকবে না। প্রযুক্তি সাইট এনগ্যাজেট জানিয়েছে, যারা নির্দিষ্ট বিষয়ে গভীর ভিডিও খোঁজেন তাদের জন্য এটি দারুণ সুবিধা।
ইউটিউব আরও কিছু নাম পরিবর্তন এবং ফিচার আপডেট করেছে।
‘শর্টস বাই’ মেনুর নাম হয়েছে ‘প্রায়োরিটাইজ’ ও ‘ভিউ কাউন্ট’ অপশন হয়েছে ‘পপুলারিটি’। এই পরিবর্তনের ফলে অ্যালগরিদম ওয়াচ টাইম এবং দর্শকের সম্পৃক্ততাকেও গুরুত্ব দেবে। একই সঙ্গে ‘আপলোড ডেট-লাস্ট আওয়ার’ এবং ‘শর্ট বাই রেটিং’ ফিল্টার অপশনগুলো সরানো হয়েছে।
শর্টস বাদ দেওয়ার নতুন ফিচার এবং আপডেটগুলো ইউটিউবকে আরও ব্যবহারবান্ধব করে তুলেছে, বিশেষ করে যারা বড় ভিডিও বা এক্সপ্ল্যানেটরি কন্টেন্ট খোঁজেন।








