সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : টঙ্গীর তুরাগ তীরে দোয়ার মাধ্যমে শেষ হয়েছে তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ে নেজামের অধীনে আয়োজিত ৩ দিনব্যাপী খুরুজের জোড়।
রবিবার সকালে গাজীপুর ও ঢাকাসহ আশপাশের জেলার ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমা ময়দানে এসে দোয়ায় অংশ নেন।
খুরুজের ৭২টি দেশ থেকে ২৫০০ বিদেশি মেহমান অংশ নেন বলে জানান ইস্তেমার মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান।
সকাল ৮টা ২৮ মিনিটে দোয়া শুরু হয়ে ৮টা ৪৪ মিনিটে শেষ হয়। দোয়া পরিচালনা করেন বাংলাদেশের তাবলীগের শীর্ষ মুরুব্বী মাওলানা মোহাম্মদ জুবায়ের।
এদিকে নির্বাচনের পরে ৫৯তম টঙ্গী বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।








