সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : দীর্ঘ দেড় যুগের দাম্পত্যজীবনের ইতি টেনে অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্ক গড়েন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। তাদের এ সম্পর্কও বেশিদিন টেকেনি। এরপর ১৮ বছরের ছোট এক ব্যবসায়ীর সঙ্গে প্রেমের গুঞ্জন চলছে এ অভিনেত্রীর। তবে কি ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মালাইকা? অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকা জানান, সম্পর্ক সব সময় পরিকল্পনা অনুযায়ী এগোয় না। বিচ্ছেদের পর সমাজ ও পরিবারের নানা প্রশ্নের মুখে পড়তে হলেও নিজের সিদ্ধান্ত নিয়ে কোনো আফসোস নেই তার। অভিনেত্রীর কথায়, আরবাজ ও আমি দুজনেই সম্পর্কটা টিকিয়ে রাখার চেষ্টা করেছিলাম।
সমস্যা মিটিয়ে ফের একসঙ্গে পথচলার কথাও ভেবেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বুঝতে পারেন, এই সম্পর্ক আর টেকসই নয়। তিনি বলেন, একটা সময়ের পর আমরা দুজনই বুঝতে পারি, এই বিয়ে টিকবে না। অন্যকে খুশি করার আগে নিজেকে খুশি রাখা দরকার। আমি নিজেই তো সেই বিয়েতে সুখী ছিলাম না।
এই সিদ্ধান্তের পর অনেকেই তাকে স্বার্থপর বলেছিলেন। তবে সেসব মন্তব্যে গুরুত্ব দেননি অভিনেত্রী। তার কাছে নিজের মানসিক শান্তি ও ভালো থাকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ।
এ বিষয়ে মালাইকার অভিমত, অন্যদের কাছে স্বার্থপর মনে হতে পারে। কিন্তু আমার যেটা ঠিক মনে হয়েছে, সেটাই করেছি। জীবনটা এগিয়ে নিয়ে যাওয়া দরকার ছিল। আমার খুশিতে থাকাটাও জরুরি।
দ্বিতীয় বিয়ে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে অভিনেত্রী জানান, তিনি বিয়ের বিরোধী নন। তবে আপাতত বিয়ে তার জন্য নয়। তার কথায়, নিজের জীবন নিয়ে আমি ভালো আছি। আমার মনে হয়, বিয়েটা আমার জন্য নয়। যদি কখনো আবার হয়, তখন ভেবে দেখা যাবে।
প্রসঙ্গত, ২০১৭ সালে মালাইকা ও আরবাজের বিচ্ছেদ হয়। এর আগে, ১৯৯৮ সালে ভালোবেসে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা। আরহান খান নামে তাদের এক পুত্রসন্তান রয়েছে। বিচ্ছেদ হলেও সন্তানের মা-বাবা হিসেবে এখনো একসঙ্গেই দায়িত্ব পালন করছেন তারা।








