ফাইল ছবি
অনলাইন ডেস্ক : ভাঙ্গায় ইয়াবা ট্যাবলেটসহ মো. ওবায়দুর (৫২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। শনিবার রাত সাড়ে নয়টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
মো. ওবায়দুর ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের পশ্চিম আলগী গ্রামের বাসিন্দা।
ভাঙ্গা থানা সূত্রে জানা যায়, পুলিশের মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার রাত সাড়ে নয়টার দিকে ভাঙ্গা থানা পুলিশ ভাঙ্গার আলগী ইউনিয়নের ঝাটুরদিয়া-হরিরহাট আঞ্চলিক সড়কের আলগী গ্রামের ফিরোজ মাতুব্বরের বাড়ির সামনে থেকে মাদক কারবারি ওবায়দুরকে আটক করা হয়।
এ সময় ওবায়দুর কাছ থেকে ৩০০টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভাঙ্গা থানায় তার বিরুদ্ধে একটি মামলা করেছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভাঙ্গা থানায় তার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।








