সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের ৪ নম্বর সেক্টরে যৌথ বাহিনীর অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দেশীয় অস্ত্র ও চোরাই মোবাইল উদ্ধার করা হয়েছে।
আজ সকালে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জুয়েল রানা।
তিনি বলেন, সকাল থেকে মোহাম্মদপুরে বিভিন্ন এলাকায় যৌথ বাহিনীর অভিযান শুরু হয়। সকালে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের চার নম্বর সেক্টরে অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজা দেশীয় অস্ত্র ও ১২টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, সকাল ৯টায় ৪ নম্বর সেক্টরের পিচ্চি রাজার মাদকের বিভিন্ন স্পটে এই অভিযান পরিচালনা করা হচ্ছে।








