সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর বাইপাস সড়কে বালুবাহী ড্রাম্পের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে লিজন (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন রকিবুল ইসলাম।
আজ সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিজন মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের মফিজুল ইসলামের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি। আহত রকিবুল ইসলাম সদর উপজেলার চকশ্যামনগর গ্রামের শামসুল হুদার ছেলে এবং নিহতের সহকর্মী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে এলাকায় প্রচন্ড ঘন কুয়াশা ছিল। লিজন মোটরসাইকেলে করে সহকর্মী রকিবুলকে সঙ্গে নিয়ে টেংরামারী গ্রামের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে আশরাফপুর বোরিংয়ের কাছে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ড্রাম্পের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লিজনের মৃত্যু হয়। স্থানীয়রা আহত রকিবুলকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। দুর্ঘটনার পর ড্রাম্প চালক গাড়িসহ পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত ড্রাম্পটি আটকের চেষ্টা চলছে।








