ফাইল ছবি
অনলাইন ডেস্ক : ঝিনাইদহের মহেশপুর উপজেলার যুগিহোদা গ্রাম থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় জব্দ করা হয়েছে মাদক বিক্রির টাকা ও বহনকারী তিন মোটরসাইকেল।
আজ সকালে উপজেলার যুগিহুদা গ্রাম থেকে তাদের আটক করা হয়।
মহেশপুর থানার ওসি মেহেদী হাসান জানান, ওই গ্রামের দোলোয়ার হোসেনের বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা মজুত রাখা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় মহেশপুর থানা পুলিশ। সে সময় বাড়ির মালিক দেলোয়ার পালিয়ে গেলেও আটক করা হয় তার স্ত্রী লাইলি বেগম, ছেলে লিমন হাসান ও পার্শ্ববর্তী জলিলপুর গ্রামের মেহেদি হাসান জিসানকে।
তখন উদ্ধার করা হয় ১২০০ পিস ইয়াবা। এছাড়া জব্দ করা হয় মাদক বিক্রির ৮ লাখ ৪ হাজার ৮’শ ৭০ টাকা ও তিনটি মোটরসাইকেল। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে জব্দকৃত মালামাল ট্রেজারিতে জমা দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।








