ফাইল ছবি
অনলাইন ডেস্ক :নারায়ণগঞ্জের ফতুল্লায় পিস্তলের গুলির খোসাসহ যুবদলের তিন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার গভীর রাতে ফতুল্লার জামতলা এলাকায় একটি চেকপোস্টে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- ফতুল্লার পশ্চিম ধর্মগঞ্জ এলাকার মৃত আবুল হাসেনের ছেলে যুবদল নেতা মজনু (৩০), যুবদল কর্মী রাজু (২৮) ও আশরাফুল হক (২৪)।
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি জানান, মজনু যুবদলের সক্রিয় নেতা ছিলেন। জুলাই আন্দোলনের সময় পুলিশের গুলি করা পিস্তলের একটি খালি খোসা কুড়িয়ে তিনি মানিব্যাগে রেখেছিলেন বলে জানা গেছে।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী আবুল বাশার বলেন, বৃহস্পতিবার রাত ১২টার দিকে তিন যুবক মোটরসাইকেলে বেপরোয়া গতিতে আসছিলেন। চেকপোস্টে থামিয়ে তল্লাশি করলে মজনুর মানিব্যাগে একটি গুলির খোসা পাওয়া যায়।
তিনি আরও জানান, পরবর্তীতে তিনজনকে মোটরসাইকেলসহ থানায় নিয়ে যাওয়া হয় এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তাদের ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।








