সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের সংঘর্ষে আহত এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীর ফার্মগেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ বিক্ষোভ শুরু হয়। এতে ওই এলাকা ও আশপাশে তীব্র যানজট দেখা দিয়েছে।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, সংঘর্ষে আহত ছাত্র গতকাল রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনার প্রতিবাদে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা আজ সকালে শিক্ষাপ্রতিষ্ঠানটির সামনে বিক্ষোভ শুরু করেন।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, তেজগাঁও কলেজের দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়ে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় সাকিবের মৃত্যুর ঘটনায় হোস্টেল সুপার বাদী হয়ে তেজগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেছেন। তদন্ত চলমান রয়েছে। যে বা যারাই জড়িত থাকুন, আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।
জানা গেছে, তেজগাঁও কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত হয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউ) ৪ দিন লড়ে মারা গেছেন উচ্চমাধ্যমিকের ছাত্র সাকিবুল হাসান রানা। তারই প্রতিবাদে ফার্মগেট মোড় অবরোধ করে তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের একাংশ।







