মেডিকেল বোর্ডের সবুজ সংকেত পেলেই ঢাকায় আসবে কাতারে এয়ার অ্যাম্বুলেন্স

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক :  বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নিতে কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে। মেডিকেল বোর্ড ‘ফ্লাই করার উপযোগী’ বলে সিদ্ধান্ত দিলেই বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছাবে।

শনিবার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী এ তথ্য জানান। তিনি জানান, কাতার কর্তৃপক্ষের সঙ্গে এ সংক্রান্ত সমস্ত যোগাযোগ সার্বক্ষণিকভাবে রাখা হচ্ছে। তিনি বলেন, ম্যাডামের মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে কাতারের রয়েল অ্যাম্বুলেন্স বাংলাদেশ আসবে। তাদের প্রস্তুতি সম্পন্ন।

তিনি আরও জানান, মেডিকেল বোর্ড যখনই ‘ফ্লাইং অনুমতি’ দেবে, তখনই অ্যাম্বুলেন্সটি ঢাকায় এসে খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাবে। কাতার তাদের তরফ থেকে পুরো ব্যবস্থাটিই সম্পন্ন করেছে।

জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স আনার বিষয়েও বলেন, জার্মানি থেকে অ্যাম্বুলেন্স আসছে—এটা ঠিক আছে। আমরা নয়, কাতার কর্তৃপক্ষই জার্মানি থেকে একটি অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সের আয়োজন করছে।

তিনি যোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য রয়েল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সকল ব্যবস্থা হচ্ছে—এখানে বিএনপির কোনো ভূমিকা নেই। এদিকে এভারকেয়ার হাসপাতালের একাধিক চিকিৎসকের সঙ্গে কথা বলে জানা গেছে, বেগম খালেদা জিয়া এখনো ফ্লাই করার মতো পর্যাপ্ত শারীরিক সক্ষমতা অর্জন করেননি। এই কারণেই তার লন্ডন যাত্রা বিলম্বিত হচ্ছে। গত দুই দিনে প্রয়োজনীয় কিছু পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং সেগুলোর রিপোর্ট পর্যালোচনার কাজ চলছে। প্রতিদিনই মেডিকেল বোর্ড খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বৈঠক করছে এবং হালনাগাদ প্রতিবেদন পরীক্ষা করছে।

গত ২৩ নভেম্বর থেকে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন আছেন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা পরিচালনা করছে।

এ বোর্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও চিকিৎসক ডা. জুবাইদা রহমানও সদস্য হিসেবে যুক্ত আছেন। বৃহস্পতিবার তিনি লন্ডন থেকে ঢাকায় পৌঁছেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» জুলাই সনদের বিরোধীদের জনগণ প্রত্যাখ্যান করবে : মামুনুল হক

» নির্বাচনের পরিবেশ নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ : সাকি

» তফশিল ঘোষণার তারিখ এখনো ঠিক হয়নি: ইসি সচিব

» ইসরায়েলি রিজার্ভ ফোর্সের মতো তরুণদের মিলিটারি ট্রেনিং বাধ্যতামূলক করার তাগিদ জানালেন মাহমুদুর রহমান

» আমার কাছে অর্থের চেয়ে দেশপ্রেম বড়: হাসনাত আব্দুল্লাহ

» একদল অপকর্ম করে পালিয়েছে, আরেকদল সেই অপকর্মের দায় কাঁধে তুলে নিয়েছে: জামায়াত আমির

» ওরা নির্বাচনকে পেছানোর জন্য পাগল হয়ে গেছে : চরমোনাই পীর

» হাসিনা আমাকেও আসন ও টাকা অফার করেছিল: নুর

» ডিইউজে শহিদুল ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত

» সরকারে গেলে প্রাইভেট সেক্টরেও শুক্র-শনি ছুটি ঘোষণা করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মেডিকেল বোর্ডের সবুজ সংকেত পেলেই ঢাকায় আসবে কাতারে এয়ার অ্যাম্বুলেন্স

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক :  বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নিতে কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে। মেডিকেল বোর্ড ‘ফ্লাই করার উপযোগী’ বলে সিদ্ধান্ত দিলেই বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছাবে।

শনিবার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী এ তথ্য জানান। তিনি জানান, কাতার কর্তৃপক্ষের সঙ্গে এ সংক্রান্ত সমস্ত যোগাযোগ সার্বক্ষণিকভাবে রাখা হচ্ছে। তিনি বলেন, ম্যাডামের মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে কাতারের রয়েল অ্যাম্বুলেন্স বাংলাদেশ আসবে। তাদের প্রস্তুতি সম্পন্ন।

তিনি আরও জানান, মেডিকেল বোর্ড যখনই ‘ফ্লাইং অনুমতি’ দেবে, তখনই অ্যাম্বুলেন্সটি ঢাকায় এসে খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাবে। কাতার তাদের তরফ থেকে পুরো ব্যবস্থাটিই সম্পন্ন করেছে।

জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স আনার বিষয়েও বলেন, জার্মানি থেকে অ্যাম্বুলেন্স আসছে—এটা ঠিক আছে। আমরা নয়, কাতার কর্তৃপক্ষই জার্মানি থেকে একটি অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সের আয়োজন করছে।

তিনি যোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য রয়েল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সকল ব্যবস্থা হচ্ছে—এখানে বিএনপির কোনো ভূমিকা নেই। এদিকে এভারকেয়ার হাসপাতালের একাধিক চিকিৎসকের সঙ্গে কথা বলে জানা গেছে, বেগম খালেদা জিয়া এখনো ফ্লাই করার মতো পর্যাপ্ত শারীরিক সক্ষমতা অর্জন করেননি। এই কারণেই তার লন্ডন যাত্রা বিলম্বিত হচ্ছে। গত দুই দিনে প্রয়োজনীয় কিছু পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং সেগুলোর রিপোর্ট পর্যালোচনার কাজ চলছে। প্রতিদিনই মেডিকেল বোর্ড খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বৈঠক করছে এবং হালনাগাদ প্রতিবেদন পরীক্ষা করছে।

গত ২৩ নভেম্বর থেকে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন আছেন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা পরিচালনা করছে।

এ বোর্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও চিকিৎসক ডা. জুবাইদা রহমানও সদস্য হিসেবে যুক্ত আছেন। বৃহস্পতিবার তিনি লন্ডন থেকে ঢাকায় পৌঁছেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com