সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে বিভিন্ন বিভাগ ও প্রতিষ্ঠান থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছেন গণকর্মচারীরা। তারা আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে নবম পে স্কেলের গেজেট প্রকাশের দাবি জানিয়েছেন।
পে-স্কেলের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে আজ মহাসমাবেশের ডাক দিয়েছেন গণকর্মচারী সংগঠনগুলো।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান বলেন, দীর্ঘ ১০ বছর পে কমিশনের নামে তামাশা করা হচ্ছে। আগামীতে বেতন হবে ৪ অনুপাত ১ এবং সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা হতে হবে। ১৫ ডিসেম্বরের মধ্যে পে স্কেল ঘোষণা করতে হবে।
এতে উপস্থিত হয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলাওয়ার হোসাইন আজিজী।
জানা গেছে, ১৫ ডিসেম্বরের মধ্যে পে-স্কেলের গেজেট জারি না হলে গণকর্মচারীরা স্থায়ী কর্মবিরতির মতো কর্মসূচির ঘোষণা দিতে পারেন।
এর আগে শ্রম সংস্কার কমিশনের চেয়ারম্যান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, প্রতি পাঁচ বছর অন্তর গণকর্মচারীদের পে-স্কেল দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও ১০ বছর কর্মচারীদের বেতন-ভাতা পুনর্মূল্যায়ন হয়নি, বিষয়টি অমানবিক। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বর্তমান বেতন কাঠামো দিয়ে নিম্ন গ্রেডের একজন কর্মচারীর পক্ষে পরিবার চালানো কোনো ক্রমেই সম্ভব নয়। সরকারের উচিত যত দ্রুত সম্ভব কর্মচারীদের পরিবারের ব্যয় বিবেচনায় নিয়ে নবম পে-স্কেল বাস্তবায়ন করা।







