ফাইল ছবি
অনলাইন ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুরের জহুরি মহল্লার একটি আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
সোমবার বিকাল ৪টার দিকে ৬তলা একটি আবাসিক ভবনের ৬ষ্ঠ তলায় আগুন লাগে এবং মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দু’টি ইউনিট কাজ করে বিকাল ৪টা ২৫ মিনিটের মধ্যে তা নিয়ন্ত্রণে আনে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস আজ এ তথ্য নিশ্চিত করেছে।







