সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : মানিকগঞ্জ সদর উপজেলার মানড়া এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে গভীর রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে স্মৃতিস্তম্ভটির একটি অংশ পুড়ে কালো হয়ে গেছে।
রোববার (৩০ নভেম্বর) দিনগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে এ নাশকতামূলক ঘটনা ঘটে। সোমবার বিষয়টি নিশ্চিত করেন মানিকগঞ্জ সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন।
ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাতের অন্ধকারে একটি প্রাইভেটকার স্মৃতিস্তম্ভের সামনে এসে থামে। গাড়ি থেকে নেমে আসা দুই ব্যক্তি আগে থেকে প্রস্তুত দুটি টায়ারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, খবর পাওয়ার পরই পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি এবং আগুন লাগানোর ঘটনায় জড়িতদের শনাক্ত ও দ্রুত গ্রেপ্তারের জন্য জোর চেষ্টা চালাচ্ছি।







