জন্মদিনে নতুন লুকে চমক জিতের

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : ভারতীয় বাংলা সিনেমার অন্যতম তারকা জিৎ। সাথী’ হয়ে পথ চলতে চলতে এখন টলিউড ‘বস’ নামে পরিচিত তিনি।রবিবার (৩০ নভেম্বর) সাতচল্লিশে পা রাখলেন এই অভিনেতা।

নামের নামে মিল রেখে জন্মদিনে নতুন লুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজির হলেন এই অভিনেতা ও নির্মাতা। মুক্তি পেল তার নতুন ছবি ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’র ফার্স্ট লুক টিজার। ধুতি-কুর্তা, গায়ে আলোয়ান। কিন্তু এই সাজে কোথাও নরম ভাব নেই। নিজস্ব ‘রাফ অ্যান্ড টাফ’ ছন্দে, চোখে আগুন, শরীরে বিপ্লব-একেবারে অন্য জিৎ।

ফার্স্ট লুক টিজারে জিতের নজরকাড়া অ্যাকশন ছাড়াও গমগম করছে ছবির আবহসংগীত। শোনা গেছে টোটা রায়চৌধুরীরর কণ্ঠও। দুরন্ত অ্যাকশনের পাশাপাশি ছবিতে যে ভিএফএক্স-এর সুব্যবহার করা হবে, তা টিজার থেকেই স্পষ্ট।

এককথায় এই টিজারে রয়েছে নজরকাড়া অ্যাকশন, ভারী আবহসঙ্গীত আর চোখে পড়ার মতো ভিএফএক্স। প্রথম ঝলকেই স্পষ্ট, বড় স্কেলে বানানো হচ্ছে এই ছবি। এবং ছবি যে মুক্তি পাচ্ছে আগামী বছর, তাও দৃপ্ত ভঙ্গিমায় ঘোষণা করা হল টিজার ভিডিওর একেবারে শেষে।

১ মিনিট ১৪ সেকেন্ডের এই ভিডিওতে অনন্তকে যে ঠিক কোন খাপে ফেলা যায়—বিপ্লবী, না কি দস্যু—সেটা বোঝাই কঠিন। ফেসবুকে ছবিটির টিজার পোস্ট করে জিৎ লিখলেন, ক্ষমতা যখন পিষে দেয় দুর্বলকে, তখন জন্ম নেয় অনন্ত- যাকে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’।

জানা যায়, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম নায়ক বিপ্লবী অনন্ত সিংহ, তার জীবনী অবলম্বন করেই নতুন ছবি তৈরি করছেন পরিচালক পথিকৃৎ বসু। এই ছবিরই মুখ্যভূমিকায় রয়েছেন জিৎ। স্বাধীনতা সংগ্রামী থেকে ব্যাংক ডাকাতি, সেখান থেকে চলচ্চিত্র প্রযোজক হয়ে ওঠা- অনন্ত সিংহের যাত্রা কোনো রূপকথার থেকে কম বিস্ময়কর নয়। ছবির সংগীত পরিচালনার দায়িত্বে শান্তনু মৈত্র।

মাস্টারদা সূর্য সেনের ছত্রছায়ায়, তার নির্দেশে ধীরে ধীরে স্বাধীনতা সংগ্রামে জড়িয়েছিলেন অনন্ত সিংহ, সেকথাও তুলে ধরা হবে এই ছবিতে। ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ ছবিতে দু’টি সময়কাল ধরা রয়েছে। একটিতে দেখা যাচ্ছে ব্রিটিশদের বিরুদ্ধে হাতে বন্দুক তুলে নেওয়া, অস্ত্রাগার লুন্ঠনের অন্যতম কারিগর চট্টগ্রাম জেলের মধ্যে নির্মম অত্যাচার সহ্য করেও হার না মানা যুবক অনন্তকে আবার আরেক সময়কালে দেখা যাচ্ছে কাঁচাপাকা চুলদাড়ির প্রৌঢ় অনন্তকে। স্বাধীনোত্তর ভারতে তাকে ডাকাত বলেও কটাক্ষ করে কেউ, কেউ।

ইতিহাসের পাতায় উপেক্ষিত এই মানুষটিকে কি আমরা সত্যিই চিনি? নাকি আমাদের অজান্তেই এক ‘বিপ্লবী’কে যুগ যুগ ধরে ‘ডাকাত’ বলেই ডেকে যাচ্ছি? আপাতত ছবিটি দর্শকদের সেই চিন্তায় ডুবে রাখছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» আজ ঢাকায় জনসভা, কাল উত্তরবঙ্গে যাবেন জামায়াত আমির

» বিপুল পরিমাণ মাদকসহ ৬ কারবারি গ্রেপ্তার

» আজকের লড়াই স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে : মির্জা ফখরুল

» আকিকার আগে সন্তান মারা গেলে করণীয় কী

» ১৬ বছর উন্নয়নের নামে জনগণের সম্পদ লুট করা হয়েছে : তারেক রহমান

» তৃণমূল পর্যায়ে গণতান্ত্রিক চর্চায় গুরুত্বারোপ তারেক রহমানের

» মানবতাবিরোধী অপরাধ ওবায়দুল কাদেরসহ ৭ জনের আনুষ্ঠানিক বিচার শুরু

» রাঙ্গামাটিতে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

» সিলেটে বিএনপির সমাবেশ শুরু

» শাহরুখকে কাকু বলিনি : হান্দে এরচেল

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জন্মদিনে নতুন লুকে চমক জিতের

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : ভারতীয় বাংলা সিনেমার অন্যতম তারকা জিৎ। সাথী’ হয়ে পথ চলতে চলতে এখন টলিউড ‘বস’ নামে পরিচিত তিনি।রবিবার (৩০ নভেম্বর) সাতচল্লিশে পা রাখলেন এই অভিনেতা।

নামের নামে মিল রেখে জন্মদিনে নতুন লুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজির হলেন এই অভিনেতা ও নির্মাতা। মুক্তি পেল তার নতুন ছবি ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’র ফার্স্ট লুক টিজার। ধুতি-কুর্তা, গায়ে আলোয়ান। কিন্তু এই সাজে কোথাও নরম ভাব নেই। নিজস্ব ‘রাফ অ্যান্ড টাফ’ ছন্দে, চোখে আগুন, শরীরে বিপ্লব-একেবারে অন্য জিৎ।

ফার্স্ট লুক টিজারে জিতের নজরকাড়া অ্যাকশন ছাড়াও গমগম করছে ছবির আবহসংগীত। শোনা গেছে টোটা রায়চৌধুরীরর কণ্ঠও। দুরন্ত অ্যাকশনের পাশাপাশি ছবিতে যে ভিএফএক্স-এর সুব্যবহার করা হবে, তা টিজার থেকেই স্পষ্ট।

এককথায় এই টিজারে রয়েছে নজরকাড়া অ্যাকশন, ভারী আবহসঙ্গীত আর চোখে পড়ার মতো ভিএফএক্স। প্রথম ঝলকেই স্পষ্ট, বড় স্কেলে বানানো হচ্ছে এই ছবি। এবং ছবি যে মুক্তি পাচ্ছে আগামী বছর, তাও দৃপ্ত ভঙ্গিমায় ঘোষণা করা হল টিজার ভিডিওর একেবারে শেষে।

১ মিনিট ১৪ সেকেন্ডের এই ভিডিওতে অনন্তকে যে ঠিক কোন খাপে ফেলা যায়—বিপ্লবী, না কি দস্যু—সেটা বোঝাই কঠিন। ফেসবুকে ছবিটির টিজার পোস্ট করে জিৎ লিখলেন, ক্ষমতা যখন পিষে দেয় দুর্বলকে, তখন জন্ম নেয় অনন্ত- যাকে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’।

জানা যায়, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম নায়ক বিপ্লবী অনন্ত সিংহ, তার জীবনী অবলম্বন করেই নতুন ছবি তৈরি করছেন পরিচালক পথিকৃৎ বসু। এই ছবিরই মুখ্যভূমিকায় রয়েছেন জিৎ। স্বাধীনতা সংগ্রামী থেকে ব্যাংক ডাকাতি, সেখান থেকে চলচ্চিত্র প্রযোজক হয়ে ওঠা- অনন্ত সিংহের যাত্রা কোনো রূপকথার থেকে কম বিস্ময়কর নয়। ছবির সংগীত পরিচালনার দায়িত্বে শান্তনু মৈত্র।

মাস্টারদা সূর্য সেনের ছত্রছায়ায়, তার নির্দেশে ধীরে ধীরে স্বাধীনতা সংগ্রামে জড়িয়েছিলেন অনন্ত সিংহ, সেকথাও তুলে ধরা হবে এই ছবিতে। ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ ছবিতে দু’টি সময়কাল ধরা রয়েছে। একটিতে দেখা যাচ্ছে ব্রিটিশদের বিরুদ্ধে হাতে বন্দুক তুলে নেওয়া, অস্ত্রাগার লুন্ঠনের অন্যতম কারিগর চট্টগ্রাম জেলের মধ্যে নির্মম অত্যাচার সহ্য করেও হার না মানা যুবক অনন্তকে আবার আরেক সময়কালে দেখা যাচ্ছে কাঁচাপাকা চুলদাড়ির প্রৌঢ় অনন্তকে। স্বাধীনোত্তর ভারতে তাকে ডাকাত বলেও কটাক্ষ করে কেউ, কেউ।

ইতিহাসের পাতায় উপেক্ষিত এই মানুষটিকে কি আমরা সত্যিই চিনি? নাকি আমাদের অজান্তেই এক ‘বিপ্লবী’কে যুগ যুগ ধরে ‘ডাকাত’ বলেই ডেকে যাচ্ছি? আপাতত ছবিটি দর্শকদের সেই চিন্তায় ডুবে রাখছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com