সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশানুরূপ পরিবেশ সৃষ্টি করতে পারেনি সরকার: জামায়াত

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক :  বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে বেশ কয়েকটি প্রস্তাব গৃহীত হয়।

শূরার বিবৃতিতে বলা হয়, ফেব্রুয়ারি মাসে একই দিনে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিলেও সরকার এখনো ‘অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক’ ভোটের পরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়েছে। আট দলের পক্ষ থেকে আগে থেকেই গণভোট, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, অতীত সরকারের বিরুদ্ধে বিচার এবং আওয়ামী লীগ-জাপাসহ ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম স্থগিতের দাবি জানানো হয়েছিল। কিন্তু সরকার এসব দাবি পাশ কাটিয়ে একদিনেই দুই নির্বাচন করার ঘোষণায় নতুন প্রশ্ন তৈরি করেছে বলে দাবি সংগঠনটির।

শূরার প্রশ্ন, একই দিনে গণভোট ও নির্বাচনের ক্ষেত্রে কোন ফল আগে ঘোষণা করা হবে? যদি গণভোটে ‘না’ ভোট বিজয়ী হয়, তবে জাতীয় নির্বাচনের অবস্থান কী হবে? বিবৃতিতে আরও বলা হয়, বিভিন্ন রাজনৈতিক দল ইতোমধ্যেই ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। এ অবস্থায় জামায়াত গণভোটে ‘সংস্কারের পক্ষে হ্যাঁ ভোট’ দেয়ার আহ্বান জানায়।

জামায়াত মনে করে, সন্ত্রাস, দুর্নীতি ও প্রভাবমুক্ত নির্বাচন এবং টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের বিকল্প নেই। শূরা সরকারের নিকট জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট ও পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন এবং ১৪ দলের রাজনীতি স্থগিতের দাবি জানায়।

শূরা অভিযোগ করে, আওয়ামী লীগ ও তার শরিকদের রাজনৈতিক তৎপরতা স্থগিত থাকলেও তারা গোপনে-প্রকাশ্যে ফ্যাসিবাদী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। রাজধানীসহ বিভিন্ন জেলায় রাজনৈতিক সহিংসতা অব্যাহত রয়েছে বলে দাবি করা হয়।

২৭ নভেম্বর পাবনার ঈশ্বরদীতে জামায়াতের মিছিলে সন্ত্রাসীদের হামলায় ৬০-৭০ জন কর্মী আহত হয়েছে বলে শূরা জানায়। একই ঘটনায় স্থানীয় সাংবাদিক সাঈদ হাসানও হামলার শিকার হয়েছেন। সাম্প্রতিক সময়ে চাঁদপুর, নোয়াখালী, জামালপুর, ফেনী, নওগাঁ, লক্ষ্মীপুর, নারায়ণগঞ্জ, মৌলভীবাজার, গাইবান্ধা, জয়পুরহাট, ঝিনাইদহসহ বিভিন্ন জায়গায় বিএনপির সন্ত্রাসীরা জামায়াত নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়।

শূরা জানায়, ঈশ্বরদীর ঘটনায় হামলাকারীরা অস্ত্রধারী হলেও দুটি পত্রিকায় ‘পিস্তল হাতে ভাইরাল যুবক জামায়াত কর্মী’ শিরোনামের সংবাদ প্রকাশ করা হয়েছে যা শূরার ভাষায় ‘ভিত্তিহীন তথ্য সন্ত্রাস’। সংগঠনটি এ ধরনের সংবাদ প্রকাশ না করার জন্য সংশ্লিষ্ট পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায়।

শূরা দাবি জানায়, নির্বাচন উপযোগী পরিবেশ নিশ্চিত করতে অবিলম্বে অস্ত্রধারী সন্ত্রাসীদের তালিকা তৈরি করে তাদের গ্রেপ্তার ও সব অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে।

মানিকগঞ্জের বাউল আবুল সরকারের ইসলামবিরোধী মন্তব্যে জনরোষ সৃষ্টি হওয়া প্রসঙ্গে শূরা বলে, তিনি পলাতক আওয়ামী লীগের দোসর এবং তাকে উপযুক্ত শাস্তি দিতে হবে। তার পক্ষ নিয়ে কেউ যেন দেশে অস্থিরতা সৃষ্টি করতে না পারে এ ব্যাপারে সরকারকে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়।

শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় শূরা ৮ দলের ৫ দফা গণদাবি মেনে নিয়ে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরিতে সরকারকে জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল: ইসি আনোয়ারুল

» ‘তারেক রহমান এখনো ভোটার হননি, ইসি চাইলে ভোটার হতে পারবেন’

» খালেদা জিয়ার চিকিৎসা তথ্য দেবেন শুধুই ডা. জাহিদ

» স্কুলে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় শিক্ষিকার মৃত্যু

» জেলার ২: কিং খান–রজনীকান্ত একসাথে!

» দেশের স্বার্থে বেগম খালেদা জিয়াকে আরও প্রয়োজন : রিজভী

» শিক্ষিকার মৃত্যুতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

» দুর্বৃত্তদের ছোড়া গুলিতে যুবক গুলিবিদ্ধ

» তবে কি গোপনেই বিয়ে সারলেন অভিনেত্রী সামান্থা?

» ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশানুরূপ পরিবেশ সৃষ্টি করতে পারেনি সরকার: জামায়াত

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক :  বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে বেশ কয়েকটি প্রস্তাব গৃহীত হয়।

শূরার বিবৃতিতে বলা হয়, ফেব্রুয়ারি মাসে একই দিনে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিলেও সরকার এখনো ‘অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক’ ভোটের পরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়েছে। আট দলের পক্ষ থেকে আগে থেকেই গণভোট, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, অতীত সরকারের বিরুদ্ধে বিচার এবং আওয়ামী লীগ-জাপাসহ ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম স্থগিতের দাবি জানানো হয়েছিল। কিন্তু সরকার এসব দাবি পাশ কাটিয়ে একদিনেই দুই নির্বাচন করার ঘোষণায় নতুন প্রশ্ন তৈরি করেছে বলে দাবি সংগঠনটির।

শূরার প্রশ্ন, একই দিনে গণভোট ও নির্বাচনের ক্ষেত্রে কোন ফল আগে ঘোষণা করা হবে? যদি গণভোটে ‘না’ ভোট বিজয়ী হয়, তবে জাতীয় নির্বাচনের অবস্থান কী হবে? বিবৃতিতে আরও বলা হয়, বিভিন্ন রাজনৈতিক দল ইতোমধ্যেই ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। এ অবস্থায় জামায়াত গণভোটে ‘সংস্কারের পক্ষে হ্যাঁ ভোট’ দেয়ার আহ্বান জানায়।

জামায়াত মনে করে, সন্ত্রাস, দুর্নীতি ও প্রভাবমুক্ত নির্বাচন এবং টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের বিকল্প নেই। শূরা সরকারের নিকট জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট ও পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন এবং ১৪ দলের রাজনীতি স্থগিতের দাবি জানায়।

শূরা অভিযোগ করে, আওয়ামী লীগ ও তার শরিকদের রাজনৈতিক তৎপরতা স্থগিত থাকলেও তারা গোপনে-প্রকাশ্যে ফ্যাসিবাদী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। রাজধানীসহ বিভিন্ন জেলায় রাজনৈতিক সহিংসতা অব্যাহত রয়েছে বলে দাবি করা হয়।

২৭ নভেম্বর পাবনার ঈশ্বরদীতে জামায়াতের মিছিলে সন্ত্রাসীদের হামলায় ৬০-৭০ জন কর্মী আহত হয়েছে বলে শূরা জানায়। একই ঘটনায় স্থানীয় সাংবাদিক সাঈদ হাসানও হামলার শিকার হয়েছেন। সাম্প্রতিক সময়ে চাঁদপুর, নোয়াখালী, জামালপুর, ফেনী, নওগাঁ, লক্ষ্মীপুর, নারায়ণগঞ্জ, মৌলভীবাজার, গাইবান্ধা, জয়পুরহাট, ঝিনাইদহসহ বিভিন্ন জায়গায় বিএনপির সন্ত্রাসীরা জামায়াত নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়।

শূরা জানায়, ঈশ্বরদীর ঘটনায় হামলাকারীরা অস্ত্রধারী হলেও দুটি পত্রিকায় ‘পিস্তল হাতে ভাইরাল যুবক জামায়াত কর্মী’ শিরোনামের সংবাদ প্রকাশ করা হয়েছে যা শূরার ভাষায় ‘ভিত্তিহীন তথ্য সন্ত্রাস’। সংগঠনটি এ ধরনের সংবাদ প্রকাশ না করার জন্য সংশ্লিষ্ট পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায়।

শূরা দাবি জানায়, নির্বাচন উপযোগী পরিবেশ নিশ্চিত করতে অবিলম্বে অস্ত্রধারী সন্ত্রাসীদের তালিকা তৈরি করে তাদের গ্রেপ্তার ও সব অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে।

মানিকগঞ্জের বাউল আবুল সরকারের ইসলামবিরোধী মন্তব্যে জনরোষ সৃষ্টি হওয়া প্রসঙ্গে শূরা বলে, তিনি পলাতক আওয়ামী লীগের দোসর এবং তাকে উপযুক্ত শাস্তি দিতে হবে। তার পক্ষ নিয়ে কেউ যেন দেশে অস্থিরতা সৃষ্টি করতে না পারে এ ব্যাপারে সরকারকে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়।

শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় শূরা ৮ দলের ৫ দফা গণদাবি মেনে নিয়ে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরিতে সরকারকে জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com