গণভোটে দেশের মানুষকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান সাকির

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : গণভোটে দেশের মানুষকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের (জিএসএ) প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

শনিবার রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর গণসংহতি আন্দোলন আয়োজিত এক মাথাল মিছিলে পূর্ববক্তব্যে তিনি এ আহ্বান জানান।

জোনায়েদ সাকি বলেন, “বন্ধুরা, আমরা আপনাদের বলি—আগামী সংসদ নির্বাচনে গণভোটে আপনারা ‘হ্যাঁ’ ভোট দিন। এছাড়া আগামী সংসদকে সেই ক্ষমতা দিন যাতে সংবিধানকে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী গণতান্ত্রিকভাবে পরিবর্তন করা যায়। এতে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতে পারব। এই দেশের শাসন ক্ষমতায় যাতে আর ফ্যাসিস্টরা কখনো ক্ষমতা না নিতে পারে। দেশের শাসন ব্যবস্থাকে কেউ জনগণের উপর অত্যাচার ও লুটপাটের যন্ত্রে পরিণত করতে না পারে—তার ব্যবস্থা আমাদের করতে হবে।”

এসময় তিনি জুলাই বিপ্লবে শহীদদের বীরত্বপূর্ণ আত্মদানের কথা মনে করিয়ে দেন। তিনি বলেন, “জুলাই আন্দোলনে তরুণ ও ছাত্রসমাজ বুক উঁচু করে রাস্তায় দাঁড়িয়েছে এবং শহীদ হয়েছে। সেই শক্তির কাছে স্বৈরশাসন পরাজিত হয়েছে। এই ত্যাগ ও রক্তের বিনিময়ে আমরা একটি নতুন যাত্রার সুযোগ পেয়েছি। আর সেই নতুন যাত্রার প্রথম শর্ত হলো—রাষ্ট্রব্যবস্থা সংস্কার। জনগণ গণভোটের মাধ্যমে সংসদকে সংবিধান সংস্কারের ক্ষমতা দেবে, যাতে ভবিষ্যতে দেশে আর কোনো স্বৈরাচার ক্ষমতা দখল করতে না পারে এবং রাষ্ট্র লুটপাটের যন্ত্রে পরিণত না হয়।”

জিএসএ’র প্রধান সমন্বয়কারী আরও বলেন, “বাংলাদেশের স্বাধীনতার ভিত্তি হলো শ্রমিক, কৃষক ও খেটে খাওয়া মানুষ। আজও তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। তাই ভবিষ্যৎ সংসদে দরকার গণমানুষের প্রতিনিধি—যারা শ্রমিক, কৃষক, নারী, সংখ্যালঘু, ধর্ম-বর্ণ-লিঙ্গ নির্বিশেষে সকল নাগরিকের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লড়াই করবে। আমরা এমন একটি অন্তর্ভুক্তিমূলক, ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই—যেখানে কেউ বঞ্চিত হবে না, কেউ অত্যাচারের শিকার হবে না।”

জিএসএ-এর ঢাকা-১৮ আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট বিলকিস নাসিমা রহমান তুহিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দিন পাপ্পু, কেন্দ্রীয় কমিটির সদস্য আলিমুল কবির, সাইফুল্লাহ সিদ্দিক রুমন প্রমুখ।

এরপর জোনায়েদ সাকি নেতৃত্বে দলটি উত্তরার মুগ্ধ চত্বর থেকে শুরু করে মাসকট প্লাজা পর্যন্ত মাথাল মিছিল করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» চালককে গলা কেটে হত্যা

» টি-টোয়েন্টি বিশ্বকাপ পাকিস্তান না খেললে বড় ক্ষতির মুখে পড়বে সম্প্রচারকারীরা

» ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৭, বহু মানুষ নিখোঁজ

» একুশে বইমেলায় ২৫ শতাংশ কমছে স্টল ভাড়া

» আজ মঙ্গলবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» ১১ দলীয় জোটের প্রার্থীরা দেশ ও জাতির মুক্তির প্রতীক : আসিফ মাহমুদ

» প্র্যাকটিস ম্যাচ শুরু হলো, ইসির জন্য বড় চ্যালেঞ্জ : হাসনাত আব্দুল্লাহ

» সেনাবাহিনীর বিশেষ অভিযানে ৬জন গ্রেপ্তার

» মঙ্গলবার সিলেট বিভাগের ৪ জেলায় নির্বাচনি জনসভা করবেন মামুনুল হক

» ভোটের হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে নেবেন: তারেক রহমান

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

গণভোটে দেশের মানুষকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান সাকির

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : গণভোটে দেশের মানুষকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের (জিএসএ) প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

শনিবার রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর গণসংহতি আন্দোলন আয়োজিত এক মাথাল মিছিলে পূর্ববক্তব্যে তিনি এ আহ্বান জানান।

জোনায়েদ সাকি বলেন, “বন্ধুরা, আমরা আপনাদের বলি—আগামী সংসদ নির্বাচনে গণভোটে আপনারা ‘হ্যাঁ’ ভোট দিন। এছাড়া আগামী সংসদকে সেই ক্ষমতা দিন যাতে সংবিধানকে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী গণতান্ত্রিকভাবে পরিবর্তন করা যায়। এতে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতে পারব। এই দেশের শাসন ক্ষমতায় যাতে আর ফ্যাসিস্টরা কখনো ক্ষমতা না নিতে পারে। দেশের শাসন ব্যবস্থাকে কেউ জনগণের উপর অত্যাচার ও লুটপাটের যন্ত্রে পরিণত করতে না পারে—তার ব্যবস্থা আমাদের করতে হবে।”

এসময় তিনি জুলাই বিপ্লবে শহীদদের বীরত্বপূর্ণ আত্মদানের কথা মনে করিয়ে দেন। তিনি বলেন, “জুলাই আন্দোলনে তরুণ ও ছাত্রসমাজ বুক উঁচু করে রাস্তায় দাঁড়িয়েছে এবং শহীদ হয়েছে। সেই শক্তির কাছে স্বৈরশাসন পরাজিত হয়েছে। এই ত্যাগ ও রক্তের বিনিময়ে আমরা একটি নতুন যাত্রার সুযোগ পেয়েছি। আর সেই নতুন যাত্রার প্রথম শর্ত হলো—রাষ্ট্রব্যবস্থা সংস্কার। জনগণ গণভোটের মাধ্যমে সংসদকে সংবিধান সংস্কারের ক্ষমতা দেবে, যাতে ভবিষ্যতে দেশে আর কোনো স্বৈরাচার ক্ষমতা দখল করতে না পারে এবং রাষ্ট্র লুটপাটের যন্ত্রে পরিণত না হয়।”

জিএসএ’র প্রধান সমন্বয়কারী আরও বলেন, “বাংলাদেশের স্বাধীনতার ভিত্তি হলো শ্রমিক, কৃষক ও খেটে খাওয়া মানুষ। আজও তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। তাই ভবিষ্যৎ সংসদে দরকার গণমানুষের প্রতিনিধি—যারা শ্রমিক, কৃষক, নারী, সংখ্যালঘু, ধর্ম-বর্ণ-লিঙ্গ নির্বিশেষে সকল নাগরিকের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লড়াই করবে। আমরা এমন একটি অন্তর্ভুক্তিমূলক, ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই—যেখানে কেউ বঞ্চিত হবে না, কেউ অত্যাচারের শিকার হবে না।”

জিএসএ-এর ঢাকা-১৮ আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট বিলকিস নাসিমা রহমান তুহিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দিন পাপ্পু, কেন্দ্রীয় কমিটির সদস্য আলিমুল কবির, সাইফুল্লাহ সিদ্দিক রুমন প্রমুখ।

এরপর জোনায়েদ সাকি নেতৃত্বে দলটি উত্তরার মুগ্ধ চত্বর থেকে শুরু করে মাসকট প্লাজা পর্যন্ত মাথাল মিছিল করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com