উদয়পুরের দুই রাজকীয় বিয়েতে জেনিফার লোপেজ, পারিশ্রমিক কতো?

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : মার্কিন পপস্টার জেনিফার লোপেজ (জেএলও) এই সপ্তাহে যখন একটি ঝলমলে রোজ-গোল্ড শাড়ি পরে উদয়পুরে পা রাখলেন, তখন ভারতের জমকালো বিয়ের নিয়মিত অতিথিরাও যেন থমকে গেলেন। দুই উদয়পুর বিয়ের আসরে পারফর্ম করে ল্যাটিন এই সুপারস্টার কত টাকা নিলেন, সেই অঙ্কই এখন আলোচনার কেন্দ্রে।

সর্বশেষ যে বিয়েতে জেনিফার যুক্তরাষ্ট্র-ভিত্তিক ফার্মা বিলিয়নেয়ার রামা রাজু মানতেনার মেয়ে নেত্রা মানতেনা এবং সুপারঅর্ডারের সহ-প্রতিষ্ঠাতা ভামসি গাদিবীরুর বিয়েতে অংশ নেন। ২১ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত এই চার দিনের রাজকীয় উদযাপন চলে উদয়পুরের দ্য লীলা প্যালেস, তাজ লেক প্যালেস, সিটি প্যালেস, জগমন্দির আইল্যান্ড প্যালেস এবং জেনানা মহলের মতো বিলাসবহুল স্থানে।

বিয়েটি শেষ হয় জেনিফার লোপেজের চোখ ধাঁধানো পারফরম্যান্সের মাধ্যমে। নানা প্রতিবেদন অনুসারে, এই অনুষ্ঠানে কেবল উপস্থিত থাকা ও পারফর্ম করার জন্য জেএলও নাকি ১৭ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। রোজ-গোল্ড গাউন-সারিতে তিনি উদয়পুরের মঞ্চ মাতান, যা এই গ্লোবাল গালা-অনুষ্ঠানকে আন্তর্জাতিক সমাপ্তি।

তবে, উদয়পুরের কোনো রাজকীয় বিয়েতে জেএলও-এর এটি প্রথম উপস্থিতি নয়। ঠিক এক দশক আগে, ২০১৫ সালে, সঞ্জয় হিন্দুজা এবং অনসূয়া মাহতানির বিয়েতেও তিনি প্রধান আকর্ষণ ছিলেন। সেই সময় এই বিয়েতে মোট খরচ হয়েছিল প্রায় ১৫০ কোটি রুপি।

২০১৫ সালের সেই হিন্দুজা-মাহতানি বিয়ের সঙ্গীতের মূল আকর্ষণ ছিলেন জেনিফার লোপেজ। জানা যায়, সেই পারফরম্যান্সের জন্য তিনি ঘরে নিয়ে গিয়েছিলেন ৬.৫ কোটি রুপি। সেই সময় তিনি তার তৎকালীন সঙ্গী ক্যাসপার স্মার্টের সঙ্গে এসেছিলেন এবং দ্য ওবেরয় উদয়ভিলাসের কোহিনূর স্যুটে ছিলেন, যার দৈনিক ভাড়া ছিল তিন লক্ষ রুপি।

অর্থাৎ, দশ বছরের ব্যবধানে উদয়পুরের এই দুটি জমকালো বিয়েতে জেনিফার লোপেজের পারিশ্রমিক ৬.৫ কোটি রুপি থেকে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৭ কোটি রুপি। সূত্র: এনডিটিভি

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ডিআইজি পদে একযোগে ৩৩ জনের পদোন্নতি

» আ.লীগ দলীয় বিবেচনা ব্যাংক, ইন্স্যুরেন্স দিয়ে অর্থনীতি ধ্বংস করেছে : আমির খসরু

» ২০২৬ সালে সবচেয়ে বড় গণতান্ত্রিক নির্বাচন হবে বাংলাদেশে: জার্মান রাষ্ট্রদূত

» ‘‘নিঃস্ব আমি রিক্ত আমি দেবার কিছু নেই’ বলা হাসিনার ব্যাংকের ভল্টে ৮৩২ ভরি স্বর্ণ

» আবারও যমুনা অভিমুখে মিছিলের ঘোষণা ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের

» তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে: সিইসি

» লটারির মাধ্যমে ৬৪ জেলার এসপি রদবদল

» ফেনসিডিলসহ মাইক্রোবাস চালক আটক

» ফজলুর রহমানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আদালত অবমাননার অভিযোগ

» গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনায় স্বামী আটক

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

উদয়পুরের দুই রাজকীয় বিয়েতে জেনিফার লোপেজ, পারিশ্রমিক কতো?

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : মার্কিন পপস্টার জেনিফার লোপেজ (জেএলও) এই সপ্তাহে যখন একটি ঝলমলে রোজ-গোল্ড শাড়ি পরে উদয়পুরে পা রাখলেন, তখন ভারতের জমকালো বিয়ের নিয়মিত অতিথিরাও যেন থমকে গেলেন। দুই উদয়পুর বিয়ের আসরে পারফর্ম করে ল্যাটিন এই সুপারস্টার কত টাকা নিলেন, সেই অঙ্কই এখন আলোচনার কেন্দ্রে।

সর্বশেষ যে বিয়েতে জেনিফার যুক্তরাষ্ট্র-ভিত্তিক ফার্মা বিলিয়নেয়ার রামা রাজু মানতেনার মেয়ে নেত্রা মানতেনা এবং সুপারঅর্ডারের সহ-প্রতিষ্ঠাতা ভামসি গাদিবীরুর বিয়েতে অংশ নেন। ২১ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত এই চার দিনের রাজকীয় উদযাপন চলে উদয়পুরের দ্য লীলা প্যালেস, তাজ লেক প্যালেস, সিটি প্যালেস, জগমন্দির আইল্যান্ড প্যালেস এবং জেনানা মহলের মতো বিলাসবহুল স্থানে।

বিয়েটি শেষ হয় জেনিফার লোপেজের চোখ ধাঁধানো পারফরম্যান্সের মাধ্যমে। নানা প্রতিবেদন অনুসারে, এই অনুষ্ঠানে কেবল উপস্থিত থাকা ও পারফর্ম করার জন্য জেএলও নাকি ১৭ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। রোজ-গোল্ড গাউন-সারিতে তিনি উদয়পুরের মঞ্চ মাতান, যা এই গ্লোবাল গালা-অনুষ্ঠানকে আন্তর্জাতিক সমাপ্তি।

তবে, উদয়পুরের কোনো রাজকীয় বিয়েতে জেএলও-এর এটি প্রথম উপস্থিতি নয়। ঠিক এক দশক আগে, ২০১৫ সালে, সঞ্জয় হিন্দুজা এবং অনসূয়া মাহতানির বিয়েতেও তিনি প্রধান আকর্ষণ ছিলেন। সেই সময় এই বিয়েতে মোট খরচ হয়েছিল প্রায় ১৫০ কোটি রুপি।

২০১৫ সালের সেই হিন্দুজা-মাহতানি বিয়ের সঙ্গীতের মূল আকর্ষণ ছিলেন জেনিফার লোপেজ। জানা যায়, সেই পারফরম্যান্সের জন্য তিনি ঘরে নিয়ে গিয়েছিলেন ৬.৫ কোটি রুপি। সেই সময় তিনি তার তৎকালীন সঙ্গী ক্যাসপার স্মার্টের সঙ্গে এসেছিলেন এবং দ্য ওবেরয় উদয়ভিলাসের কোহিনূর স্যুটে ছিলেন, যার দৈনিক ভাড়া ছিল তিন লক্ষ রুপি।

অর্থাৎ, দশ বছরের ব্যবধানে উদয়পুরের এই দুটি জমকালো বিয়েতে জেনিফার লোপেজের পারিশ্রমিক ৬.৫ কোটি রুপি থেকে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৭ কোটি রুপি। সূত্র: এনডিটিভি

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com