ফাইল ছবি
অনলাইন ডেস্ক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি বিশ্বাস করে প্রধান উপদেষ্টা একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবেন। তবে কিছু কিছু উপদেষ্টার আচরণে সেটি মনে হয় না।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিওভুক্তির দাবিতে ননএমপিও শিক্ষকদের চলমান আন্দোলনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এসময় নন এমপিও শিক্ষকদের দাবিকে শতভাগ ন্যায়সংগত জানিয়ে আন্দোলনের সাথে তিনি একাত্মতা প্রকাশ করেন।
অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে রিজভী বলেন, এই সরকারের আচরণে মনে হয় তার গরীব শিক্ষকদেরকে দেশের নাগরিক মনে করে না।
উল্লেখ্য, বিগত ২৩ দিন ধরে ননএমপি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে আন্দোলন করছেন শিক্ষকরা। সম্মিলিত ননএমপিও ঐক্যপরিষদের ব্যানারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ৪ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা আন্দোলন ও অনশন কর্মসূচি করে আসছেন শিক্ষকরা।







