সংগৃহীত ছবি
সোমবার (১০ নভেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে তিনি লেখেন,
‘বন্ধু, তোমার লাল টুকটুকে স্বপ্ন আর পতাকা একটা সিটের বিনিময়ে বিক্রি করে দিও না।’
তার এই বার্তাটি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, এটি আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে নীতিগত অবস্থান বজায় রাখার আহ্বান।
এর আগে বিকেলে রাজধানীতে দলের কার্যালয়ে এক সভায় অংশ নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিএনপি ও জামায়াতের বাইরে একটি “সংস্কার জোট” গঠনের প্রক্রিয়া চলছে। তিনি বলেন, “জাতীয় নির্বাচনের আগে এই জোট হবে। আমরা ইতোমধ্যে আলোচনা শুরু করেছি।”
সভায় তিনি আরও বলেন, “যদি জুলাই সনদের আইনি ভিত্তি না হয় এবং নির্বাচন পিছিয়ে যায়, তাহলে তার দায় বিএনপি ও জামায়াতকেই নিতে হবে। দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের একটি পদ্ধতি বের করে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে হবে। ইতোমধ্যে সমঝোতার ডেডলাইন শেষ।”
নাসীরুদ্দীন পাটওয়ারী কর্মীদের উদ্দেশে আরও বলেন, “কারও বুকে দাঁড়িপাল্লা থাকুক বা ধানের শীষের ব্যাজ—সবাইকে বুঝে শুনে সংস্কার জোটে ভোট দিতে হবে।”







