সংগৃহীত ছবি
তথ্যপ্রযুক্তি ডেস্ক : ভারতীয় স্মার্টফোন ব্র্যান্ড লাভা তাদের নতুন ফ্ল্যাগশিপ ফোন লাভা অগ্নি ৪ উন্মোচন করতে চলেছে আগামী ২০ নভেম্বর। এটি গত বছর অক্টোবর মাসে প্রকাশিত অগ্নি ৩ ফাইভ–জি মডেলের উত্তরসূরি। উন্মোচনের আগেই ফোনটির কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হয়েছে, যেখানে ব্যাটারির ক্ষমতা, চার্জিং গতি এবং চিপসেট সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ্যে এসেছে। ডিজাইন ও কর্মক্ষমতা উভয় দিক থেকেই এটি লাভার সবচেয়ে উন্নত স্মার্টফোন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নতুন নকশা ও গঠনমান
লাভা অগ্নি ৪ মডেলটি আগের সংস্করণগুলোর তুলনায় নকশায় বড় পরিবর্তন আনছে। এবার ফোনটিতে ব্যবহৃত হয়েছে অ্যালুমিনিয়ামের ফ্রেম, যা পূর্বের প্লাস্টিক কাঠামোর জায়গা নেবে। এতে থাকবে আসল কাঁচের পেছন প্যানেল, যা ফোনটিকে আরও প্রিমিয়াম ও ঝকঝকে লুক দেবে। এছাড়া এতে একটি নতুন অ্যাকশন বোতাম যুক্ত হবে, যা অ্যাপলের ক্যামেরা কন্ট্রোল বোতামের মতো কাজ করতে পারে বলে জানা গেছে। ফোনের পেছনে থাকবে ডুয়েল ক্যামেরা সেটআপ, যা কাঁচের প্যানেলের সঙ্গে মিশে আধুনিক নকশা তৈরি করবে।
চিপসেট ও পারফরম্যান্স
বিশ্বস্ত প্রযুক্তি বিশ্লেষক দেবায়ন রায়ের তথ্য অনুযায়ী, লাভা অগ্নি ৪–এ ব্যবহার করা হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ চিপসেট, যা উন্নত গেমিং ও মাল্টিটাস্কিং কর্মক্ষমতা প্রদান করবে। এতে থাকবে এলপিডিডিআর৫এক্স র্যাম এবং ইউএফএস ৪ সংরক্ষণ প্রযুক্তি, যা ফোনের গতি ও ডেটা স্থানান্তরের হার আরও বাড়াবে। ফলে ব্যবহারকারীরা পাবেন সম্পূর্ণ মসৃণ ও বিলম্বহীন অভিজ্ঞতা।
প্রদর্শন ও রিফ্রেশ হা
নতুন অগ্নি ৪–এ থাকবে ১.৫কে ওলেড (OLED) প্রদর্শন প্যানেল এবং সর্বোচ্চ ১২০ হার্টজ রিফ্রেশ হার। ফলে সিনেমা দেখা, গেম খেলা কিংবা ওয়েব ব্রাউজ করা—সবকিছুই হবে আরও উজ্জ্বল ও মসৃণ। এই প্রদর্শন আগের অগ্নি ৩–এর ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড প্যানেলের তুলনায় আরও উন্নত হবে বলে ধারণা করা হচ্ছে।

ব্যাটারি ও চার্জিং সুবিধা
সবচেয়ে আলোচিত দিক হচ্ছে এর ব্যাটারি। লাভা অগ্নি ৪–এ থাকবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ৬৬ ওয়াট তারযুক্ত দ্রুত চার্জিং সমর্থন করবে। অর্থাৎ মাত্র কয়েক মিনিটেই ফোনটি পুরোপুরি চার্জ করা যাবে। আগের অগ্নি ৩ মডেলেও একই ক্ষমতার ব্যাটারি ছিল, তবে এবার যুক্ত হয়েছে আরও উন্নত চার্জিং ব্যবস্থাপনা প্রযুক্তি।
ক্যামেরা ব্যবস্থা ও অতিরিক্ত ফিচার
ফোনটির পেছনে থাকবে ৫০ মেগাপিক্সেল মূল ক্যামেরা এবং একটি আল্ট্রা–ওয়াইড সেকেন্ডারি সেন্সর। ক্যামেরার মান উন্নত করতে লাভা এবার নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নির্ভর চিত্র প্রক্রিয়াকরণ প্রযুক্তি ব্যবহার করতে পারে। সামনে থাকবে উচ্চ–রেজোলিউশনের সেলফি ক্যামেরা, যা ভিডিও কল ও সামাজিক মাধ্যমে ব্যবহারের জন্য উপযুক্ত।
সফটওয়্যার ও পরিষেবা
লাভা অগ্নি ৪ আসবে শূন্য অতিরিক্ত অ্যাপ অভিজ্ঞতাসহ (Zero Bloatware Experience) অর্থাৎ এতে কোনও অপ্রয়োজনীয় অ্যাপ আগে থেকে ইনস্টল করা থাকবে না। পাশাপাশি সংস্থা দেবে বিনামূল্যে ঘরে বসে পরিবর্তন পরিষেবা (Free Home Replacement Service), যাতে কোনও সমস্যা হলে ব্যবহারকারীরা ঘরে বসেই সহায়তা পাবেন।
মূল্য ও প্রতিদ্বন্দ্বিতা
টেক–বিশ্লেষকদের ধারণা, অগ্নি ৪–এর দাম ভারতে ৩০ হাজার রুপির নিচে রাখা হতে পারে। এটি বাজারে আইকিওও জেড৯ প্রো, রেডমি নোট ১৪ প্রো+, এবং রিয়েলমি ১৩ প্রো–এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। সব মিলিয়ে, শক্তিশালী ব্যাটারি, উন্নত চিপসেট, নতুন নকশা ও নির্ভরযোগ্য পর-বিক্রয় পরিষেবার সমন্বয়ে লাভা অগ্নি ৪ ভারতীয় প্রিমিয়াম-মিডরেঞ্জ স্মার্টফোন বাজারে এক বড় চমক হতে পারে।







