ইনফিনিক্সের হট ৬০ সিরিজ: স্টাইল ও পারফরম্যান্সে নতুন ‘ভ্যালু ফর মানি’ লাইফস্টাইল ফোন

আধুনিক তরুণ প্রজন্মের কাছে স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়—এটি তাদের লাইফস্টাইলের অংশ। সেই ভাবনাকেই সামনে রেখে ইনফিনিক্স নিয়ে এসেছে নতুন হট ৬০ সিরিজ, যার নেতৃত্বে রয়েছে হট ৬০ প্রো প্লাস। স্টাইল, পারফরম্যান্স ও টেকসই অভিজ্ঞতার সমন্বয়ে তৈরি এই সিরিজকে বলা যায় এক পরিপূর্ণ ‘লাইফস্টাইল এসেনশিয়াল’।

মাত্র ৫.৯৫ মিলিমিটার পুরুত্বের কারণে হট ৬০ প্রো প্লাস এখন বিশ্বের সবচেয়ে পাতলা থ্রিডি কার্ভড স্মার্টফোন। হালকা ও চিকন এই ফোন হাতে যেমন আরামদায়ক, দেখতেও আকর্ষণীয়। ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে রেইসফোর্সড অ্যারোস্পেস-গ্রেড অ্যালুমিনিয়াম ফ্রেম, যা শক্তি ও সৌন্দর্যের নিখুঁত মেলবন্ধন। ফ্লোটিং ক্যামেরা মডিউল ও মসৃণ কার্ভড ডিজাইন ফোনটিকে প্রতিদিনের ব্যবহারে ফ্ল্যাগশিপ অনুভূতি দেয়।

স্মার্টফোনটির প্রসেসিং শক্তিতে এসেছে বড় পরিবর্তন—এই সিরিজে প্রথমবারের মতো ব্যবহৃত হয়েছে বিশ্বের প্রথম মিডিয়াটেক হেলিও জি২০০ প্রসেসর। ফলে মাল্টি টাস্কিং যেমন গেম খেলা, ভিডিও দেখা বা একাধিক অ্যাপ একসঙ্গে চালানো—সব কিছুই হবে আরও দ্রুত ও মসৃণ। অ্যাপের মধ্যে স্যুইচিং, স্ট্রিমিং অথবা ব্রাউজিং যাই হোক না কেন, অভিজ্ঞতা দেবে সরল এবং নির্ভরযোগ্য। ফলে এটা যে চিন্তাশীল প্রকৌশলের ফল সেটি এর দামের দিকটি দেখলে স্পষ্ট হয়।

১.৫-কে অ্যামোলেড ডিসপ্লে ও ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট-এর কারণে স্ক্রিনে দেখা যাবে জীবন্ত রঙ ও দুর্দান্ত ভিজ্যুয়াল অভিজ্ঞতা। ৪৫০০ নিটস পর্যন্ত উজ্জ্বলতা ফোনটিকে রোদেও স্পষ্ট দৃশ্যমান রাখে। কার্ভড স্ক্রিন ডিজাইন ডিসপ্লেতে যোগ করেছে এক ধরনের প্রিমিয়াম গভীরতা। এটি এমন একটি ডিসপ্লে যা কেবল কন্টেন্টই সুন্দর দেখায় না, বরং এটি যে আরও উন্নত হয়েছে সেটিও বোঝায়।

ডিভাইসটি দীর্ঘ সময় ব্যবহারেও চিন্তা নেই—৫০০০ মিলি-অ্যাম্পিয়ার ব্যাটারি ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধায় ফোনটি সারাদিন শক্তি ধরে রাখবে। ফোনটি স্লিম হলেও এর সুরক্ষা ও স্থায়ীত্বে যেন কোনো প্রভাব না পড়ে সেজন্য দেয়া হয়েছে কর্নিং® গরিলা® গ্লাস, যা দৈনন্দিন ক্ষয়-ক্ষতি থেকে স্ক্রিনকে রক্ষা করে।

হট ৬০ প্রো প্লাস ফোনটিতে আছে ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৮৮২ আলট্রা-সেন্সিটিভ ক্যামেরা, যা কম আলোতেও দেবে স্পষ্ট ও প্রাকৃতিক ছবি। হোক তা সেলফি, পোর্ট্রেট বা দৈনন্দিন মুহূর্ত ফোনটির ক্যামেরা গল্প বলবে বাস্তবতার ছোঁয়ায়।

ইনফিনিক্স জানায়, হট ৬০ সিরিজ তাদের ডিজাইন দর্শনের নতুন দিক নির্দেশনা—যেখানে পারফরম্যান্স ও ব্যবহারযোগ্যতা একসাথে মিলেছে। অপ্রয়োজনীয় ফিচার নয়, বরং যা দরকার তাই আরও নিখুঁতভাবে উপস্থাপন করাই এই সিরিজের লক্ষ্য।

স্টাইলিশ ডিজাইন, শক্তিশালী প্রসেসর, উজ্জ্বল ডিসপ্লে, টেকসই ব্যাটারি ও নির্ভরযোগ্য ক্যামেরা—সব মিলিয়ে ইনফিনিক্স হট ৬০ প্রো প্লাস সিরিজ প্রমাণ করে, ভালো প্রযুক্তি এখন আর ব্যয়বহুল নয়; বরং সঠিক দামে পাওয়া সম্ভব এক অসাধারণ অভিজ্ঞতা।

এখনকার ব্যবহারকারীরা বিশ্বাস করে, স্মার্ট জীবন মানে বেশি খরচ নয়—বরং প্রতিটি মুহূর্ত থেকে আরও বেশি কিছু পাওয়া।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» আজ ঢাকায় জনসভা, কাল উত্তরবঙ্গে যাবেন জামায়াত আমির

» বিপুল পরিমাণ মাদকসহ ৬ কারবারি গ্রেপ্তার

» আজকের লড়াই স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে : মির্জা ফখরুল

» আকিকার আগে সন্তান মারা গেলে করণীয় কী

» ১৬ বছর উন্নয়নের নামে জনগণের সম্পদ লুট করা হয়েছে : তারেক রহমান

» তৃণমূল পর্যায়ে গণতান্ত্রিক চর্চায় গুরুত্বারোপ তারেক রহমানের

» মানবতাবিরোধী অপরাধ ওবায়দুল কাদেরসহ ৭ জনের আনুষ্ঠানিক বিচার শুরু

» রাঙ্গামাটিতে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

» সিলেটে বিএনপির সমাবেশ শুরু

» শাহরুখকে কাকু বলিনি : হান্দে এরচেল

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ইনফিনিক্সের হট ৬০ সিরিজ: স্টাইল ও পারফরম্যান্সে নতুন ‘ভ্যালু ফর মানি’ লাইফস্টাইল ফোন

আধুনিক তরুণ প্রজন্মের কাছে স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়—এটি তাদের লাইফস্টাইলের অংশ। সেই ভাবনাকেই সামনে রেখে ইনফিনিক্স নিয়ে এসেছে নতুন হট ৬০ সিরিজ, যার নেতৃত্বে রয়েছে হট ৬০ প্রো প্লাস। স্টাইল, পারফরম্যান্স ও টেকসই অভিজ্ঞতার সমন্বয়ে তৈরি এই সিরিজকে বলা যায় এক পরিপূর্ণ ‘লাইফস্টাইল এসেনশিয়াল’।

মাত্র ৫.৯৫ মিলিমিটার পুরুত্বের কারণে হট ৬০ প্রো প্লাস এখন বিশ্বের সবচেয়ে পাতলা থ্রিডি কার্ভড স্মার্টফোন। হালকা ও চিকন এই ফোন হাতে যেমন আরামদায়ক, দেখতেও আকর্ষণীয়। ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে রেইসফোর্সড অ্যারোস্পেস-গ্রেড অ্যালুমিনিয়াম ফ্রেম, যা শক্তি ও সৌন্দর্যের নিখুঁত মেলবন্ধন। ফ্লোটিং ক্যামেরা মডিউল ও মসৃণ কার্ভড ডিজাইন ফোনটিকে প্রতিদিনের ব্যবহারে ফ্ল্যাগশিপ অনুভূতি দেয়।

স্মার্টফোনটির প্রসেসিং শক্তিতে এসেছে বড় পরিবর্তন—এই সিরিজে প্রথমবারের মতো ব্যবহৃত হয়েছে বিশ্বের প্রথম মিডিয়াটেক হেলিও জি২০০ প্রসেসর। ফলে মাল্টি টাস্কিং যেমন গেম খেলা, ভিডিও দেখা বা একাধিক অ্যাপ একসঙ্গে চালানো—সব কিছুই হবে আরও দ্রুত ও মসৃণ। অ্যাপের মধ্যে স্যুইচিং, স্ট্রিমিং অথবা ব্রাউজিং যাই হোক না কেন, অভিজ্ঞতা দেবে সরল এবং নির্ভরযোগ্য। ফলে এটা যে চিন্তাশীল প্রকৌশলের ফল সেটি এর দামের দিকটি দেখলে স্পষ্ট হয়।

১.৫-কে অ্যামোলেড ডিসপ্লে ও ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট-এর কারণে স্ক্রিনে দেখা যাবে জীবন্ত রঙ ও দুর্দান্ত ভিজ্যুয়াল অভিজ্ঞতা। ৪৫০০ নিটস পর্যন্ত উজ্জ্বলতা ফোনটিকে রোদেও স্পষ্ট দৃশ্যমান রাখে। কার্ভড স্ক্রিন ডিজাইন ডিসপ্লেতে যোগ করেছে এক ধরনের প্রিমিয়াম গভীরতা। এটি এমন একটি ডিসপ্লে যা কেবল কন্টেন্টই সুন্দর দেখায় না, বরং এটি যে আরও উন্নত হয়েছে সেটিও বোঝায়।

ডিভাইসটি দীর্ঘ সময় ব্যবহারেও চিন্তা নেই—৫০০০ মিলি-অ্যাম্পিয়ার ব্যাটারি ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধায় ফোনটি সারাদিন শক্তি ধরে রাখবে। ফোনটি স্লিম হলেও এর সুরক্ষা ও স্থায়ীত্বে যেন কোনো প্রভাব না পড়ে সেজন্য দেয়া হয়েছে কর্নিং® গরিলা® গ্লাস, যা দৈনন্দিন ক্ষয়-ক্ষতি থেকে স্ক্রিনকে রক্ষা করে।

হট ৬০ প্রো প্লাস ফোনটিতে আছে ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৮৮২ আলট্রা-সেন্সিটিভ ক্যামেরা, যা কম আলোতেও দেবে স্পষ্ট ও প্রাকৃতিক ছবি। হোক তা সেলফি, পোর্ট্রেট বা দৈনন্দিন মুহূর্ত ফোনটির ক্যামেরা গল্প বলবে বাস্তবতার ছোঁয়ায়।

ইনফিনিক্স জানায়, হট ৬০ সিরিজ তাদের ডিজাইন দর্শনের নতুন দিক নির্দেশনা—যেখানে পারফরম্যান্স ও ব্যবহারযোগ্যতা একসাথে মিলেছে। অপ্রয়োজনীয় ফিচার নয়, বরং যা দরকার তাই আরও নিখুঁতভাবে উপস্থাপন করাই এই সিরিজের লক্ষ্য।

স্টাইলিশ ডিজাইন, শক্তিশালী প্রসেসর, উজ্জ্বল ডিসপ্লে, টেকসই ব্যাটারি ও নির্ভরযোগ্য ক্যামেরা—সব মিলিয়ে ইনফিনিক্স হট ৬০ প্রো প্লাস সিরিজ প্রমাণ করে, ভালো প্রযুক্তি এখন আর ব্যয়বহুল নয়; বরং সঠিক দামে পাওয়া সম্ভব এক অসাধারণ অভিজ্ঞতা।

এখনকার ব্যবহারকারীরা বিশ্বাস করে, স্মার্ট জীবন মানে বেশি খরচ নয়—বরং প্রতিটি মুহূর্ত থেকে আরও বেশি কিছু পাওয়া।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com