১৫ নভেম্বর বদলে যাচ্ছে পুলিশ ইউনিফর্ম!

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক :  জুলাইয়ের গণঅভ্যুত্থানে বিতর্কিত ভূমিকার জন্য সমালোচনার মুখোমুখি হয় পুলিশ বাহিনী। ৫ আগস্টের পর নিরপরাধ পুলিশ সদস্যদের মনোবলও ভেঙে পড়ে। এ অবস্থায় বাহিনীটির সংস্কার ও পোশাক পরিবর্তনের দাবি ওঠে। এসব বিষয় বিবেচনায় নিয়ে অন্তর্বর্তী সরকার বাহিনীটির সংস্কারে নানা পদক্ষেপ নেয়।

প্রাথমিকভাবে র‍্যাব, পুলিশ ও আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়। সচিবালয়ের কর্মকর্তাদের পোশাকের ট্রায়ালও দেয়া হয়। তবে নতুন পোশাকের কাপড়ের রং নিয়েও প্রশ্ন ওঠে। পরবর্তীতে পুলিশের গাঢ় নীল রঙের পরিবর্তে লোহা বা আয়রন রঙের পোশাক চূড়ান্ত করা হয়।

১৫ তারিখ থেকে পুলিশকে আর চিরচেনা পোশাকে দেখা যাবে না। কনস্টেবল থেকে শুরু করে আইজিপি পর্যন্ত সব স্তরের সদস্যরা এখন থেকে আয়রন রঙের পোশাক ব্যবহার করবেন। পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) এচ.এম. শাহাদাত হোসাইন বলেন, প্রথম ধাপে মহানগর, হাইওয়ে, নৌপুলিশ ও পিবিআইয়ের সদস্যদের নতুন পোশাক দেয়া হচ্ছে। পর্যায়ক্রমে পুলিশের সব ইউনিটে এটি সরবরাহ করা হবে।

অন্যদিকে, র‍্যাবের পোশাক বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। র‍্যাব সূত্রে জানা গেছে, বাহিনীর সদস্যরা আপাতত কালো রঙের পোশাকই পরবেন। র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম.জেড.এম. ইন্তেখাব চৌধুরী বলেন, যাচাই-বাছাই শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। ততদিন পর্যন্ত পুরনো ডিজাইনের পোশাকই বহাল থাকবে।

এদিকে, অপরাধ বিশ্লেষকরা বলছেন, শুধু পোশাক নয়, পুলিশের মানসিকতারও পরিবর্তন প্রয়োজন। অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক বলেন, পুলিশের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত না হলে নতুন পোশাক কোনো তাৎপর্য বহন করবে না। পুলিশকে জনবান্ধব করে তুলতে প্রশিক্ষণসহ নানা পদক্ষেপ নেয়ার ওপর জোর দেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» আমাদের জীবন কোনো পরিবারের কাছে বর্গা দিতে চাই না: নাসীরুদ্দীন পাটওয়ারী

» প্রধান উপদেষ্টা দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন : সামান্তা শারমিন

» আজ কুমিল্লা-৪ আসনের মনোনয়ন ফরম নেওয়ার মাধ্যমে এই আসনটি আমার নিশ্চিত হয়ে গেল: হাসনাত আব্দুল্লাহ

» গণতান্ত্রিক ধারায় ফিরে যাওয়ার একমাত্র পথ নির্বাচন: মির্জা ফখরুল

» বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু, ভার্চুয়ালি যোগ দিয়েছেন তারেক রহমান

» ঢাকা ওয়াসার এমডি হলেন আব্দুস সালাম ব্যাপারী

» ছিনতাইকারীর ছুরিকাঘাতে পোশাকর্মী নিহত

» ২৩ নভেম্বর বিপিএলের নিলাম

» বৈবাহিক সম্পর্কেরও মেয়াদ থাকা উচিত: কাজল

» উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

১৫ নভেম্বর বদলে যাচ্ছে পুলিশ ইউনিফর্ম!

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক :  জুলাইয়ের গণঅভ্যুত্থানে বিতর্কিত ভূমিকার জন্য সমালোচনার মুখোমুখি হয় পুলিশ বাহিনী। ৫ আগস্টের পর নিরপরাধ পুলিশ সদস্যদের মনোবলও ভেঙে পড়ে। এ অবস্থায় বাহিনীটির সংস্কার ও পোশাক পরিবর্তনের দাবি ওঠে। এসব বিষয় বিবেচনায় নিয়ে অন্তর্বর্তী সরকার বাহিনীটির সংস্কারে নানা পদক্ষেপ নেয়।

প্রাথমিকভাবে র‍্যাব, পুলিশ ও আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়। সচিবালয়ের কর্মকর্তাদের পোশাকের ট্রায়ালও দেয়া হয়। তবে নতুন পোশাকের কাপড়ের রং নিয়েও প্রশ্ন ওঠে। পরবর্তীতে পুলিশের গাঢ় নীল রঙের পরিবর্তে লোহা বা আয়রন রঙের পোশাক চূড়ান্ত করা হয়।

১৫ তারিখ থেকে পুলিশকে আর চিরচেনা পোশাকে দেখা যাবে না। কনস্টেবল থেকে শুরু করে আইজিপি পর্যন্ত সব স্তরের সদস্যরা এখন থেকে আয়রন রঙের পোশাক ব্যবহার করবেন। পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) এচ.এম. শাহাদাত হোসাইন বলেন, প্রথম ধাপে মহানগর, হাইওয়ে, নৌপুলিশ ও পিবিআইয়ের সদস্যদের নতুন পোশাক দেয়া হচ্ছে। পর্যায়ক্রমে পুলিশের সব ইউনিটে এটি সরবরাহ করা হবে।

অন্যদিকে, র‍্যাবের পোশাক বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। র‍্যাব সূত্রে জানা গেছে, বাহিনীর সদস্যরা আপাতত কালো রঙের পোশাকই পরবেন। র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম.জেড.এম. ইন্তেখাব চৌধুরী বলেন, যাচাই-বাছাই শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। ততদিন পর্যন্ত পুরনো ডিজাইনের পোশাকই বহাল থাকবে।

এদিকে, অপরাধ বিশ্লেষকরা বলছেন, শুধু পোশাক নয়, পুলিশের মানসিকতারও পরিবর্তন প্রয়োজন। অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক বলেন, পুলিশের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত না হলে নতুন পোশাক কোনো তাৎপর্য বহন করবে না। পুলিশকে জনবান্ধব করে তুলতে প্রশিক্ষণসহ নানা পদক্ষেপ নেয়ার ওপর জোর দেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com