এলাকার মানুষের ভালোবাসা-সমর্থন-ভোট ছাড়া কিছুই চাই না

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আমার ভবিষ্যৎ রাজনীতি নির্ভর করবে আপনাদের সিদ্ধান্তের ওপর। আপনারা যদি আমার পাশে থাকেন মৃত্যু পর্যন্ত এই এলাকাই হবে আমার শেষ ঠিকানা।

শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তারুয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল আশুগঞ্জ উপজেলা শাখার সংবর্ধনা ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভাস্থলে বিকেল থেকেই আশুগঞ্জ ও পার্শ্ববর্তী এলাকা থেকে বিভিন্ন বয়সী নারী-পুরুষ এসে জড়ো হন। রুমিন ফারহানা সংবর্ধনা মঞ্চে আসার পর উপস্থিত জনতা ‘রুমিন রুমিন’ ধ্বনিতে তাকে স্বাগত জানান।

রুমিন ফারহানা বলেন, অনেকেই হয়তো আপনাদের বলবে, আমাকে এটা দেওয়া হবে, সেটা দেওয়া হবে। কিন্তু আমি আমার এলাকার মানুষের ভালোবাসা, সমর্থন ও ভোট ছাড়া কিছুই চাই না। আমি আপনাদের সন্তান হয়েই থাকব জীবনে ও মরণে।

তিনি আরও বলেন, বিএনপি দীর্ঘ ১৭ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রাম করে আসছে। আমাদের সঙ্গে এখন অনেক রাজনৈতিক দল জোটবদ্ধ হওয়ার আলোচনা করছে। যে আসনগুলো জোটের আওতায় আছে, সেগুলো আপাতত স্থগিত রাখা হয়েছে। তবে দল যাকে মনোনয়ন দেবে, তিনি নিশ্চয়ই যোগ্য হবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশুগঞ্জ উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা ইসহাক মিয়া এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা ওলামা দলের সদস্যসচিব মাওলানা ইয়াহইয়া মাছউদ।

এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এই আসনটিকে বিএনপির দুর্গ বলা হয়ে থাকে। তবে নবম জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে বেশিরভাগ সময় জোট প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীদের দখলে ছিল এই আসনটি। রুমিন ফারহানা ২০১৯ সালে সংরক্ষিত আসনে নারী সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে সরাইল-আশুগঞ্জের রাজনীতিতে সক্রিয় হতে শুরু করেন। গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর এই আসন থেকে মনোনয়ন পেতে রাজনীতির মাঠ চষে বেড়াচ্ছেন তিনি। সরাইল ও আশুগঞ্জের বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ডে- ওয়ার্ডে গিয়ে সভা, সমাবেশ ও গণসংযোগ করছেন তিনি। এলাকার মানুষের প্রত্যাশা অনুযায়ী দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও।

গত সোমবার বিকেলে ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি ফাঁকা রাখা হয়েছে। এতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন সরাইল ও আশুগঞ্জের বিএনপির নেতাকর্মীরা, যাদের বড় অংশই রুমিন ফারহানার সমর্থক।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» এলাকার মানুষের ভালোবাসা-সমর্থন-ভোট ছাড়া কিছুই চাই না

» হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই : মির্জা ফখরুল

» জুলাই সনদ বাস্তবায়ন না হলে আন্দোলনে অংশ নেয়া তরুণদের বিরুদ্ধে মামলা হতে পারে: সামান্তা শারমিন

» ঢাকা-২০ আসনে এনসিপির মনোনয়নপত্র নিলেন মুকুল

» ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে আরেকটি এক-এগারো হবে: রাশেদ খান

» জামায়াতের ইসলাম আর আমাদের ইসলাম এক নয়: হেফাজত আমির

» জামায়াত নয়, প্রধান উপদেষ্টা আহ্বান জানালে সাড়া দেবে বিএনপি: সালাহউদ্দিন

» বৈষম্যমূলক ধারণা রোধ করতে না পারলে রাজনীতিবিদদের ভোট দেব না: অ্যাটর্নি জেনারেল

» নির্বাচনের আগে সংস্কার ও গণভোট ইস্যুতে ঝামেলা হতে পারে: সেলিমা রহমান

» বাসে তল্লাশি চালিয়ে ৮ লিটার দেশীয় মদসহ ২ জন আটক

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

এলাকার মানুষের ভালোবাসা-সমর্থন-ভোট ছাড়া কিছুই চাই না

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আমার ভবিষ্যৎ রাজনীতি নির্ভর করবে আপনাদের সিদ্ধান্তের ওপর। আপনারা যদি আমার পাশে থাকেন মৃত্যু পর্যন্ত এই এলাকাই হবে আমার শেষ ঠিকানা।

শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তারুয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল আশুগঞ্জ উপজেলা শাখার সংবর্ধনা ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভাস্থলে বিকেল থেকেই আশুগঞ্জ ও পার্শ্ববর্তী এলাকা থেকে বিভিন্ন বয়সী নারী-পুরুষ এসে জড়ো হন। রুমিন ফারহানা সংবর্ধনা মঞ্চে আসার পর উপস্থিত জনতা ‘রুমিন রুমিন’ ধ্বনিতে তাকে স্বাগত জানান।

রুমিন ফারহানা বলেন, অনেকেই হয়তো আপনাদের বলবে, আমাকে এটা দেওয়া হবে, সেটা দেওয়া হবে। কিন্তু আমি আমার এলাকার মানুষের ভালোবাসা, সমর্থন ও ভোট ছাড়া কিছুই চাই না। আমি আপনাদের সন্তান হয়েই থাকব জীবনে ও মরণে।

তিনি আরও বলেন, বিএনপি দীর্ঘ ১৭ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রাম করে আসছে। আমাদের সঙ্গে এখন অনেক রাজনৈতিক দল জোটবদ্ধ হওয়ার আলোচনা করছে। যে আসনগুলো জোটের আওতায় আছে, সেগুলো আপাতত স্থগিত রাখা হয়েছে। তবে দল যাকে মনোনয়ন দেবে, তিনি নিশ্চয়ই যোগ্য হবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশুগঞ্জ উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা ইসহাক মিয়া এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা ওলামা দলের সদস্যসচিব মাওলানা ইয়াহইয়া মাছউদ।

এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এই আসনটিকে বিএনপির দুর্গ বলা হয়ে থাকে। তবে নবম জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে বেশিরভাগ সময় জোট প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীদের দখলে ছিল এই আসনটি। রুমিন ফারহানা ২০১৯ সালে সংরক্ষিত আসনে নারী সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে সরাইল-আশুগঞ্জের রাজনীতিতে সক্রিয় হতে শুরু করেন। গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর এই আসন থেকে মনোনয়ন পেতে রাজনীতির মাঠ চষে বেড়াচ্ছেন তিনি। সরাইল ও আশুগঞ্জের বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ডে- ওয়ার্ডে গিয়ে সভা, সমাবেশ ও গণসংযোগ করছেন তিনি। এলাকার মানুষের প্রত্যাশা অনুযায়ী দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও।

গত সোমবার বিকেলে ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি ফাঁকা রাখা হয়েছে। এতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন সরাইল ও আশুগঞ্জের বিএনপির নেতাকর্মীরা, যাদের বড় অংশই রুমিন ফারহানার সমর্থক।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com