ফাইল ছবি
অনলাইন ডেস্ক : গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১৮৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল পর্যন্ত চলে এই অভিযান।
আজ বিকেলে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন এ তথ্য জানান।
পুলিশ সদর দফতর জানায়, সারাদেশে চালানো এই অভিযানে ১৮৩১ জনের মধ্যে ১২৩৩ জন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি এবং বাকি ৫৯৮ জন অন্যান্য ঘটনায় জড়িত।
তারা আরও জানায়, বিশেষ এই অভিযানে বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে এক নলা বন্দুক দুটি, পাইপগান দুটি, কার্তুজের খোসা আটটি, কার্তুজ ছয়টি ও এলজি আছে।







