সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী নির্বাচনের পথে বাধা সৃষ্টি ও বিলম্বের চেষ্টাকারী শক্তিদের ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে পরাজিত করতে হবে।
শুক্রবার নগরের বিপ্লব উদ্যান-২ নং গেইট সংলগ্ন পরিবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, আমার সামনে যারা আছেন, তারা গত ১৫ বছরে জ্বলে-পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছেন। বিএনপির নেতাকর্মীরা নানা বাধা ও দমন-পীড়নের মধ্যে দিয়ে আরও শক্ত ও পরিণত হয়েছেন। এই খাঁটি সোনার ওপর যেন কোনো দাগ না লাগে, কেউ যেন প্রশ্ন তুলতে না পারে- সেদিকে খেয়াল রাখতে হবে। মনে রাখতে হবে, এই ঐক্যবদ্ধ বিএনপিই শেখ হাসিনার পতন ঘটিয়েছে।
তিনি বলেন, নির্বাচন আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন শেষ হবে না। আগামী তিন, চার বা পাঁচ মাস- দেশে নিরপেক্ষ নির্বাচন না হওয়া পর্যন্ত, আগামী ফেব্রুয়ারি মাসে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে। গত ১৭ বছর যেমন ঐক্যবদ্ধ থেকে বিজয় ছিনিয়ে এনেছি, তেমনি ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনেও বিজয় ছিনিয়ে আনতে হবে। বাংলাদেশের মানুষ তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। সুতরাং ঐক্যে ভাঙন ধরানোর সুযোগ নেই।
সভা পরিচালনা করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান; যুগ্ম আহ্বায়ক আর ইউ চৌধুরী শাহিন ও ইয়াছিন চৌধুরী লিটন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, সহসাংগঠনিক সম্পাদক বেরিস্টার মীর হেলাল উদ্দিন, সাবেক সহসাংগঠনিক সম্পাদক আবুল হাশেম বক্কর, নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইসরাফিল খসরু চৌধুরী।







