সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : নাটোর শহরের বনবেলঘরিয়া এলাকা থেকে পাঁচ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
আজ সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের বনবেলঘরিয়া নারায়নপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন – হবিগঞ্জ জেলার মাধবপুর থানার খড়কী পশ্চিমপাড় এলাকার মো. মুর্শিদ মিয়ার ছেলে মো. ইসমাইল মিয়া (২৬), সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার ফকিরপাড়া এলাকার মো. নাসির উদ্দিনের ছেলে মো. তারেক আহম্মেদ সুমন (২৬), চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার নয়লা ভাঙা শেরোটোলা এলাকার আব্দুল রাকিবের ছেলে মো. আবু হানজালা (২১) ও একই এলাকার মো. আব্দুল কাদেরের ছেলে মো. পারভেজ আলী (২২)।
নাটোর পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাটোর জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম শুক্রবার ভোরে ঢাকা-রাজশাহী মহাসড়কের বনবেলঘরিয়া নারায়নপাড়া এলাকায় একটি চেকপোস্ট বসায়। এ সময় সন্দেহভাজন ব্যক্তিদের হেফাজত থেকে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তখন চার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় নাটোর সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নাটোরের পুলিশ মাদকের বিরুদ্ধে অভিযান কার্যক্রম পরিচালনা করছে। মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।







