সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে মালয়েশিয়া যাচ্ছেন চট্টগ্রাম মহিলা বিভাগ চ্যাম্পিয়ন উমনিয়া বিনতে ইউসুফ লুবাবা। আসরে লুবাবা বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন অনূর্ধ্ব-১৮ ক্যাটাগরিতে।
মালয়েশিয়ার কুয়ালালামপুরে ৮ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত এই চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ থেকে ১৩ জন দাবাড়ু অংশগ্রহণ করার কথা রয়েছে।
কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপ বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ দাবা আসর, যেখানে সদস্য দেশগুলোর গ্র্যান্ডমাস্টার ও উদীয়মান খেলোয়াড়রা অংশ নিয়ে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন।
উমনিয়া বিনতে ইউসুফ লুবাবা জানান, কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপ খেলার সুযোগ পেয়েছি। কিন্তু এসব টুর্নামেন্টে অংশ নিতে যে অর্থের প্রয়োজন তা পুরোপুরি জোগাড় হয়নি। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও ব্যক্তিগতভাবে কিছু অর্থ সংগ্রহ হয়েছে। ভবিষ্যতে উন্নত প্রশিক্ষণ ও স্পন্সর পাওয়া গেলে বড় টুর্নামেন্টগুলোতে অংশগ্রহণের সুযোগ পাব।
প্রসঙ্গত, বাংলাদেশ থেকে টুর্নামেন্টে আরও অংশ নিবেন নাঈম হক, সৈয়দ মাহফুজুর রহমান, মোহাম্মদ শাকের উল্লাহ, নুসরাত জাহান আলো, জান্নাতুল প্রীতি, সাফায়াত কিবরিয়া আজান, সিদরাতুল মুনতাহা নাফি, আজান মাহমুদ, ওয়ারিসা হায়দার, আলিশা হায়দার, মো. জায়ান আজভিন খান এবং নাইমা আনসার খান।







